লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে গিয়েছেন মোদী। একটি ভিডিও বার্তায় এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একটি ভিডিও বার্তায়, প্রাক্তন কংগ্রেস প্রধান দেশের যুব সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার দাবি করেছেন যে লোকসভা নির্বাচনে মোদী নিজের হার বুঝে গিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্য তিনি এখন দেশের যুব সমাজের মনোযোগ সরানোর জন্য কিছু 'নাটক' করার চেষ্টা করবেন।
একটি ভিডিও বার্তায়, প্রাক্তন কংগ্রেস প্রধান যুবকদের প্রধানমন্ত্রীর প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তরুণদের দেশের শক্তি বলে বর্ণনা করেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, "তৃতীয় মেয়াদে মোদী ফের ক্ষমতায় আসছেন না। মোদী ভারতের প্রধানমন্ত্রীও হতে পারবেন না। এই বিষয় থেকে নজর ঘোরাতে আগামী চার-পাঁচ দিনের মধ্যে কোনো না কোনো নাটক করবেন মোদী। তিনি যুব সমাজকে 'বিভ্রান্ত' না হওয়ার আবেদনও জানিয়েছেন।
রাহুল বলেন, "১৫ আগস্টের মধ্যে ৩০ লক্ষ শূন্য সরকারি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করব। নরেন্দ্র মোদীর মিথ্যা প্রচারে বিভ্রান্ত হবেন না"। পাশাপাশি তিনি বলেন, বেকারত্ব বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা এবং যোগ করেছেন যে মোদী দুই কোটি যুবকদের কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাস্তবে তিনি তা পূরণ করতে পারেন নি"।
মোদী দেশের মানুষকে মিথ্যা বলেছেন, বলে উল্লেখ করে রাহুল বলেন, নোটবন্দী এবং জিএসটির ফলে দেশের ছোট ব্যবসায়ীদের ক্ষতি করেছে বিজেপি। আদানির মতো লোকদের জন্যই মোদী সব কাজ করছেন বলেও দাবি করেন মোদী"। রাহুল বলেন,"আমাদের সরকারী ক্ষেত্রকে রক্ষা করতে হবে, কৃষক এবং দরিদ্র মানুষকে রক্ষা করতে হবে। আমাদের সংবিধান রক্ষা করতে হবে। ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলতে হবে”।