sabha election result: বিজেপি করার অপরাধে লাগাতার কিল ঘুষি চড় ঘুষি। ভোট পরবর্তী হিংসার উত্তপ্ত বাংলা। গতকালই বেরিয়েছে ভোটের ফল। তার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই বাংলা জুড়ে ভোট পরবর্তী সন্ত্রাসের একাধিক অভিযোগ উঠেছে। প্রতিক্ষেত্রেই অভিযোগের তির শাসক দলের দিকে।
ভোট পরবর্তী হিংসায় নিউটানে বিজেপি কর্মীর বাড়ি ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার ফল প্রকাশের পরই রাতের অন্ধকারে নিউটাউন বিবেকানন্দ পল্লী এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে মদ্যপ অবস্থায় অবস্থায় ১২ থেকে ১৪ জন পাথর, লাঠি ও মদের বোতল নিয়ে হামলা চালায় বলেই অভিযোগ। ২ টি বাইক ভাঙচুর করা হয়, মদের বোতল ছুড়ে বাড়ির জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়। তবে কেবল নিউটাউন নয়, বারাসাত, ক্যানিং, বেহালা থেকেও এসেছে এমন অভিযোগ।
নিউটাউনে হামলার শিকার হওয়া পরিবারের সদস্য জানিয়েছেন, রাত্রিবেলা আমাদের বাড়িতে এসে ১২-১৪ জন তাণ্ডব চালায়। বাড়ি-ঘর ভেঙে দিয়েছে। একটুর জন্য দাদাকে ওরা মারতে পারেনি। ওকে ইট ছুড়ে মেরেছে। বিজেপি হেরে যাওয়াতেই তান্ডব চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা।
আরও পড়ুন : < West Bengal Election Results 2024: বিরোধী ভোট ভাগ করেই ১৯ কেন্দ্রে সবুজ সুনামি! বাকি দশে একশোয় ১০০ তৃণমূল >
এদিকে ব্যারাকপুর বিধানসভার অন্তর্গত মন্ডল ১ পার্টি অফিস কাল রাতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। পাশাপাশি ব্যারাকপুরে ভাংচুর করা হয়েছে এক বিজেপি নেতার বাড়ি। ঘটনায় নিন্দা জানিয়েছেন, ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস।মধ্যমগ্রামেও দশ-বারোটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। ভাঙা হয়েছে বিজেপি-র কার্যালয়। যদিও সব ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।