Advertisment

Lok Sabha Polls 2024: 'আমাকে শেষ করার ষড়যন্ত্র'! নির্বাচনী জনসভা থেকে বিরাট আশঙ্কার কথা শোনালেন মোদী

লোকসভা নির্বাচনের আবহে 'বৃহত্তর ষড়যন্ত্রের' গন্ধ পেলেন প্রধানমন্ত্রী মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
Narendra Modi, pm Narendra Modi, Congress, BJP, Lok Sabha Elections 2024, Hubballi, Karnataka, Indian express news, current affairs

শনিবার বেঙ্গালুরুতে একটি জনসভায় কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পা, বিজেপি প্রার্থী সিএন মঞ্জুনাথ এবং শোভা করন্দলাজের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জিতেন্দ্র এম

লোকসভা নির্বাচনের আবহে 'বৃহত্তর ষড়যন্ত্রের' গন্ধ পেলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি এক নির্বাচনী জনসভায় আশঙ্কা প্রকাশ করে বলেন, 'ভারত এবং বিদেশের তাবড় এবং শক্তিশালী লোকেরা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য চক্রান্ত করছেন'।

Advertisment

একজন চা বিক্রেতা থেকে তিনি যে দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছেন তা দেশের কিছু অংশের মানুষের কাছে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরাট ছক কষছে ভারত ও বিদেশের কিছু ক্ষমতাবান মানুষ। মোদীর এমন দাবি ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।

বেঙ্গালুরুতে বোমা বিস্ফোরণের সাম্প্রতিক ঘটনা এবং উত্তর কর্ণাটকের হুব্বালিতে ছাত্র হত্যার ঘটনা উল্লেখ করে তিনি জনগণকে কংগ্রেসের থেকে সতর্ক থাকার আহ্বান জানান, পাশাপাশি কংগ্রেস সরকারের বিরুদ্ধে "দুর্নীতির দিকে মনোনিবেশের" বিরাট অভিযোগ সামনে আনেন । একই সঙ্গে তিনি এদিনের ভাষণে বলেন, 'দেশে এবং বিদেশের বড় এবং শক্তিশালী লোকেরা মোদীকে সরানোর জন্য একত্রিত হয়েছে,”।

মোদী এদিনের সমাবেশে দেশের নারী শক্তি এবং মাতৃ শক্তিকে তাঁর আশীর্বাদ এবং সুরক্ষা কবচ বলে উল্লেখ করে বলেন, 'নারী শক্তির আশীর্বাদের কারণে মোদী সকল প্রকারের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে লড়াই করার সাহস ও শক্তি পেয়েছেন'। প্রধানমন্ত্রী এদিন বিগত ১০ বছরে তার সরকারের নারীশক্তির কল্যাণে সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন।

বিরোধীদের নিশানা করে তিনি এদিনের সমাবেশ থেকে বলেন, যে ইন্ডিয়া জোটের নেতারা দেশের ভবিষ্যত নিয়ে এতটুকুও চিন্তিত নয়। অতীতের নানান কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে মোদী ইউপিএ সরকারের কড়া সমালোচনাও করেন। মোদী তাঁর ভাষণে বলেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অধীনে ইউপিএ শাসনকালে 2G স্পেকট্রাম এবং কয়লা কেলেঙ্কারির মত একাধিক প্রসঙ্গ তুলে মোদী বলেন, “কংগ্রেস শাসনকালে রাজ্য এবং দেশের সম্পদ লুট করা হয়েছে"।

বেঙ্গালুরুতে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় মোদী ২০১৪ এবং ২০১৯ এর নির্বাচনের সাফল্যকে তুলে ধরে বলেন, দেশের মানুষ গত ২ লোকসভা ভোটে বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন এবং দেশে একটি শক্তিশালী সরকার গঠন করেছে। যা দেশকে শক্তিশালী করেছে। ভারতকে আগে বিশ্বের সামনে মাথা নিচু করে থাকতে হত বলে দাবি করে মোদী বলেন, 'আজ বিশ্বের প্রতিটি দেশ ভারতের সঙ্গে বন্ধুত্বকে শক্তিশালী করতে চায় এবং বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ করতে আরও বেশি আগ্রহী। আর এই সবটুকুও হয়েছে মোদী সরকারের গত ১০ বছরের অক্লান্ত পরিশ্রমে'।

বোমাতে বেসামাল তৃণমূল দাবি শুভেন্দুর- Suvendu Adhikari: ‘সপ্তাহের শুরুর বোমাতে বেসামাল হবে তৃণমূল’, বড় হুঁশিয়ারি শুভেন্দু!

modi loksabha election 2024
Advertisment