Advertisment

প্রজ্ঞা ঠাকুরের মৌনব্রত পালন শুরু

গত সপ্তাহে এ ঘটনার জন্য দ্বিতীয়বার ক্ষমা চেয়ে মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুর জানান এর পর কয়েকদিন ধরে তিনি প্রায়শ্চিত্ত করবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Pragya Thakur

শেষ পর্যন্ত অবশ্য় নাম বাদ দিতে হয় ভোপালের সাংসদকে

মৌনব্রত অবলম্বন করেছেন বিজেপির প্রার্থী প্রজ্ঞা ঠাকুর। সোমবার থেকে তাঁর তিনদিনের নীরবতা চলবে ভোটের ফলপ্রকাশ পর্যন্ত। মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশপ্রেমিক হিসেবে মন্তব্য করে রাজনৈতিক ঝড় তুলে দিয়েছেন প্রজ্ঞা।

Advertisment

গত সপ্তাহে এ ঘটনার জন্য দ্বিতীয়বার ক্ষমা চেয়ে মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুর জানান এর পর কয়েকদিন ধরে তিনি প্রায়শ্চিত্ত করবেন। টুইটারে প্রজ্ঞা জানান, "নির্বাচনের পর প্রতিফলনের সময়। যদি আমার কথায় জাতীয় ভাবাবেগ আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি তার জন্য ক্ষমা চাইছি এবং আমি ২১ প্রহর (প্রায় তিন দিন) কঠোর নীরবতা পালন করব।"

গত সপ্তাহে গডসেকে দেশপ্রেমিক বলে উল্লেখ করে বড়সড় বিতর্ক উস্কে দেন প্রজ্ঞা। আগ্রা শহরে এক রোডশো চলাকালীন সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, "নাথুরাম গডসে দেশভক্ত ছিলেন, থাকবেন... ওঁকে যাঁরা সন্ত্রাসবাদী বলছেন, তাঁরা নিজেদের অন্তরে তাকিয়ে দেখুন... ভোটে এরকম লোকেদের জবাব দেওয়া হবে।"

এ ব্যাপারে বিরোধীদের সমালোচনা ছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে প্রজ্ঞার বক্তব্য়ের নিন্দা করেছেন, বলেছেন, "উনি ক্ষমা চেয়েছেন সেটা অন্য ব্যাপার কিন্তু আমি ওঁকে কোনওদিন অন্তর থেকে ক্ষমা করতে পারব না।" বিজেপি সভাপতি অমিত শহ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন দল ভোপালের প্রার্থীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের জন্য ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

Advertisment