'তিন বছর ধরে ধর্ষণ…' এবার দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে সামনে এল মারাত্মক অভিযোগ। প্রাক্তন জেলা পঞ্চায়েত সদস্যার অভিযোগের ভিত্তিতে চরম বিপাকে পড়তে চলেছেন জেডিএস সাংসদ। প্রজওয়াল রেভান্নার বিরুদ্ধে ওঠা আরও এক 'কেলেঙ্কারি' এবার প্রকাশ্যে।
অশ্লীল ভিডিও কাণ্ডে নাম জড়িয়েছে দেবেগৌড়ার নাতি তথা জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্নার। এবার তাঁর বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রজ্জ্বলের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা এক প্রাক্তন জেলা পঞ্চায়েত সদস্যা।
মহিলার বক্তব্যের ভিত্তিতে, বিদায়ী সাংসদের বিরুদ্ধে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। প্রজ্জ্বলের বিরুদ্ধে তিন বছর ধরে যৌন হয়রানি ও তার ভিডিও করে মহিলাকে ব্ল্যাকমেল করার অভিযোগ সামনে এসেছে। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, রেকর্ড করা ভিডিও দেখিয়ে মহিলাকে হুমকি ও ব্ল্যাকমেইল করতেন প্রজ্জ্বল।
রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, বছর ৪০-এর নির্যাতিতা একজন প্রাক্তন জেলা পঞ্চায়েত সদস্য, তিনি তাঁর এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য তহবিল চাইতে বিধায়ক ও সাংসদের কাছে যেতেন।
ওই মহিলা তাঁর অভিযোগে বলেছেন, যে তাকে ১লা জানুয়ারি ২০২১ থেকে ২৫ এপ্রিল ২০২৪ এর মধ্যে বেশ কয়েকবার ধর্ষণ করা হয়েছিল। অভিযোগ অনুসারে, ২০২১ সালে সরকারি হোস্টেলে ছাত্রীদের জন্য আসন নিশ্চিত করার জন্য তিনি প্রজ্বল রেভান্নার সঙ্গে দেখা করেছিলেন। অভিযোগ, কথোপকথনের সময় প্রজ্বল মহিলাকে যৌন নির্যাতন করেন।
কবে থেকে বৃষ্টি? Kolkata Weather Today: বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির জোরালো সুখবর! ইঙ্গিত শনির সকাল থেকেই
প্রজ্বলের বিরুদ্ধে ওই মহিলা ধর্ষণের অভিযোগ আনেন। পাশাপাশি সেই ভিডিও রেকর্ড করেন বলে অভিযোগ। এরপর প্রজ্জ্বল ওই মহিলাকে প্রায়ই ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করতেন বলেই পুলিশের কাছে জানিয়েছেন মহিলা। এ বিষয়ে কাউকে কিছু জানালে ভিডিওগুলি ভাইরাল করারও হুমকি দেন প্রজ্জ্বল।
নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, সাংসদ পদে থাকায় আগে ভয়ে তিনি তাঁর বিরুদ্ধে অভিযোগ করতে পারেননি। ভিডিও ফাঁস হওয়ার পরে, মামলার তদন্ত যখন SIT-এর কাছে হস্তান্তর করা হয়, তখনই ওই মহিলা প্রজ্জ্বলের সমস্ত কাণ্ড ফাঁস করার সিদ্ধান্ত নেন।
এর আগে অপর এক ভুক্তভোগীর ছেলে অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনেন। এ ছাড়া অভিযুক্ত সাংসদের বাড়িতে কর্মরত এক মহিলা প্রজ্জ্বল ও তার বাবার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা বাড়িতে কর্মরত অনেক মহিলাকেই টার্গেট করেছিল।