Advertisment

HD Deve Gowda: নাতির কুকীর্তিতে মাথা হেঁট, নীরবতা ভেঙে কী বললেন দেবগৌড়া?

নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে একাধিক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
deve gowda

গৌড়া তার জন্মদিন উদযাপন না করার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন এবং শুভাকাঙ্ক্ষী এবং দলীয় কর্মীদের অনুরোধ করেছিলেন যে তারা যেখানেই থাকুন না কেন তাকে শুভেচ্ছা জানান। (ফাইল)

নাতির কুকীর্তিতে নীরবতা ভাঙলেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া।

Advertisment

নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে একাধিক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এনিয়ে উত্তাল হয়েছে রাজ্য-রাজনীতি। যৌন হেনস্থা মামলায় অভিযুক্ত প্রজ্জ্বলের বাবা এইচ ডি রেভান্নাকে অপহরণ মামলায় গ্রেফতার করা হয়। কিছুদিন আগে আদালত শর্ত সাপেক্ষে তাঁর জামিন মঞ্জর করে। এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও উঠেছে যৌন কেলেঙ্কারির অভিযোগ। সবমিলিয়ে নির্বাচনের আবহে ঘরে বাইরে প্রবল চাপে রয়েছে জেডিএস সুপ্রিমো এইচ ডি দেবেগৌড়া। এই অবস্থায় নাতির পাশ থেকে সরে দাঁড়ালেন তিনি। সাফ জানিয়ে দিলেন, দোষী সাব্যস্থ হলে অবশ্যই প্রজ্জ্বলের বিরুদ্ধে শাস্তি হবে।

এদিন দেবেগৌড়া বলেন, ছেলে এইচ ডি কুমারস্বামী দল এবং পরিবারের তরফ থেকে প্রজ্জ্বল রেভান্না এবং এইচ ডি রেভান্না সম্পর্কে যা বলার বলে দিয়েছেন। আমার এই নিয়ে নতুন করে কিছু বলার নেই। সরকার সবরকম আইনি উপায়ে প্রজ্জ্বলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। এই মামলায় আরও অনেকেই জড়িত আছে। সমস্ত নির্যাতিতা নারীর ন্যায়বিচারের আবেদন জানাই।

জেডিএস সুপ্রিমো এইচডি দেবগৌড়া তার ৯১ তম জন্মদিনে প্রজ্জ্বল রেভান্না মামলায় তার প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, 'প্রজ্জ্বল রেভান্না এবং এইচডি রেভান্নার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে এইচডি কুমারস্বামী ইতিমধ্যেই আমাদের পরিবার এবং দলের অবস্থান স্পষ্ট করেছেন। সরকারের আইনি পদ্ধতি মেনে এই মামলায় যা ব্যবস্থা নেওয়া উচিৎ বলে মনে করবে সেটাই করবে'।

এই মাসের শুরুতে কর্ণাটক পুলিশ এক মহিলাকে অপহরণের অভিযোগে প্রজ্জ্বলের বাবা এইচ ডি রেভান্নাকে গ্রেফতার করেছিল। সম্প্রতি তিনি জামিন পেয়েছেন। এদিকে, জেডিএস সুপ্রিমো ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছেন। তিনি বলেন, ইতিমধ্যেই এই দাবি তুলেছেন এইচডি কুমারস্বামী। কুমারস্বামী কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তিনি দেবগৌড়ার ছোট ছেলে এবং প্রজ্জ্ব্বলের কাকা।

রেভান্নার বিরুদ্ধে তদন্তে এসআইটি গঠন করা হয়েছে

মিডিয়া রিপোর্ট অনুসারে, দেবগৌড়া তার জন্মদিন উদযাপন করার মতো মানসিক অবস্থায় নেই । জন্মদিনের সকল অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার হাসানের সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য একটি এসআইটি গঠন করছে।

যৌন হয়রানির শিকার হয়েছেন ২৯৭৬ জন মহিলা

প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ঘিরে উত্তাল হয়েছে রাজ্য-রাজনীতি। তার বিরুদ্ধে বিরুদ্ধে প্রায় ২৯৭৬ জন মহিলাকে যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে এবং তাদের ব্ল্যাকমেল করার জন্য এই সমস্ত ভিডিওগুলি তিনি রেকর্ড করেন বলেও জানা গিয়েছে এবং কর্ণাটক সরকার এই বিষয়ে তদন্ত করার জন্য সিট গঠন করেছে।

HD Devgowda
Advertisment