গুজব এবং এক্সিট পোলের ফল দেখে দলীয় কর্মীদের হাল ছেড়ে দিতে বারণ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস সাধারণ সম্পাদক বলেছেন এসবই করা হচ্ছে যাতে তাঁরা আত্মবিশ্বাস হারান।
২০১৯ সালে লোকসভা ভোটে কংগ্রেস জিতছে বলে আস্থা প্রকাশ করে প্রিয়াঙ্কা বলেন, "আমার প্রিয় পার্টি কর্মীরা, গুজব ও এক্সিট পোল দেখে হাল ছাড়বেন না। এগুলো আপনাদের আত্মবিশ্বাস ভাঙার জন্য। এই পরিস্থিতিতে আপনাদের সতর্ক থাকা প্রয়োজন। স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রে সতর্ক থাকুন, জমি ছাড়বেন না। আমি নিশ্চিত কঠোর পরিশ্রমের ফল আমরা পাবই।"
১৯ মে সপ্তম দফার ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই প্রকাশিত এক গুচ্ছ এক্সিট পোলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা দেখিয়েছে। সাতটি পৃথক এক্সিট পোলে দেখানো বয়েছে এনডিএ ক্ষমতায় ফিরছে, ২৮৭ থেকে ৩৬৪টি আসন পেয়ে। লোকসভায় মোট আসনের সংখ্যা ৫৪৩। দুটি সমীক্ষায় দেখানো হয়েছে একা বিজেপি-ই সংখ্যাগরিষ্ঠতা পাবে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস-মাইইন্ডিয়ার পূর্বাভাস অনুসারে ২৮৬ আসন পাবে বিজেপি এবং নিউজ ১৮-ইপসোর পূর্বাভাস অনুসারে বিজেপি ২৭৬ আসন পাবে।
লোকসভা ভোটের প্রচারের শেষ দিন, ১৭ মে প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রীকে অভিনেতা বলে ব্যঙ্গ করেছিলেন। প্রিয়াঙ্কা বলেছিলেন, অমিতাভ বচ্চনকে প্রধানমন্ত্রী করলে ভাল হত। প্রধানমন্ত্রী মোদী নেতা নন, একজন অভিনেতা একথা বলার পর প্রিয়াঙ্কা বলেন আগামী পাঁচ বছরও যদি মানুষ একই ধরনের রাজনীতি দেখতে চান তাহলে তাঁরা পরের পাঁচ বছর সিনেমা দেখার জন্য প্রস্তুত থাকুন।
Read the Full Story in English