Lok Sabha Speaker: ১৯৭৬ সালের পর প্রথমবার স্পিকার নির্বাচন! আর তাতেই বাজিমাত বিজেপি সাংসদ এবং জাতীয় গণতান্ত্রিক জোট প্রার্থী ওম বিড়লার। ১৮ লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং সহ বহু নেতা সেই প্রস্তাবকে সমর্থন করেছেন। বিরোধী 'ইন্ডিয়া'র পক্ষ থেকে কে সুরেশের নাম নাম প্রস্তাব করা হয়। কন্ঠ ভোটে বিপক্ষে থাকা কে সুরেশকে হারিয়ে টানা দ্বিতীয়বারের জন্য লোকসভার স্পিকারের চেয়ারে বসলেন ওম বিড়লা।
লোকসভার স্পিকার হিসাবে টানা দ্বিতীয় বার কুর্সিতে বসার জন্য ওম বিড়লাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, "আমি পুরো হাউসকে অভিনন্দন জানাই। আমাদের সকলের আস্থা আছে যে আপনি আগামী পাঁচ বছরে আমাদের পথ দেখাবেন”। প্রধানমন্ত্রী আরও বলেন, “দ্বিতীয়বার লোকসভার স্পীকার পদে দায়িত্ব নেওয়া অবশ্যই একটা বড় রেকর্ড। বলরাম জাখড় এর আগে মাত্র দুবার লোকসভার স্পিকার হয়েছেন। বেশির ভাগ নেতাই হয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি বা স্পিকার হওয়ার দৌড়ে জয়ী হননি, কিন্তু আপনি (ওম বিড়লা) দ্বিতীয়বারের জন্য স্পিকার পদে বসে ইতিহাস গড়েছেন”।
আরও পড়ুন : < Vegetable Price Hike: আমজনতার পাতে ‘ভয়ের ভোজ’! অগ্নিমূল্য বাজার, দামের ছ্যাঁকায় পকেট পুড়ে ছাই! >
ওম বিড়লা লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার পরে, বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ওম বিড়লাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি স্পিকারের কাছে "ভারতের সংবিধান রক্ষা করার দায়িত্ব" পালন করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে রাহুল আশা ব্যক্ত করে বলেছেন, "আশা করি বিরোধীদের কন্ঠ দমন করার চেষ্টা করা হবে না"।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন বিরোধীরা আশা করে যে তাদের "কণ্ঠস্বর রোধ করা হবে না"। অখিলেশ আরও বলেন,"আমরা বিশ্বাস করি আপনি বৈষম্য ছাড়াই এগিয়ে যাবেন এবং স্পিকার হিসাবে আপনি প্রতিটি দলকে সমান সুযোগ এবং সম্মান দেবেন। নিরপেক্ষতা এই মহান পদের একটি বড় দায়িত্ব। আপনি এখানে বসে আছেন গণতন্ত্রের আদালতের প্রধান বিচারপতি হিসাবে,"।