Advertisment

ইডি-সিবিআই ঠুঁটো জগন্নাথ! মন্ত্রীপুত্রের ঘুষকাণ্ডে মোদীকে এবার চরম আক্রমণ রাহুলের

‘ভোটের বাজি ওবিসি, পিছিয়ে পড়া মানুষের কথা বিজেপি ভাবে না’, জাত শুমারি ইস্যুতেও মোদীকে নিশানা করলেন রাহুল।

author-image
IE Bangla Web Desk
New Update
MP Election, MP Election 2023,MP ELECTIONS 2023,Elections 2023, MP News, Rahul Gandhi, Narendra Modi, Narendra Singh Tomar, Shivraj Singh Chouhan, ED, MP Election, MP Election 2023, MP Elections 2023, MP Assembly Election 2023, MP Election 2023 Date, MP Election 2023 Live, MP Elections 2023 News, Elections 2023, Assembly Elections 2023

বিজেপির নেতা-মন্ত্রী জন্য ইডি-সিবিআই ঠুঁটো জগন্নাথ! মন্ত্রীপুত্র ঘুষকাণ্ডে মোদীকে এবার চরম আক্রমণ রাহুলের

ভোটের বাজি ওবিসি! পিছিয়ে পড়া মানুষের কথা ভাবেন না মোদী। এমনই আক্রমণ শোনা গিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গলায়। পাশাপাশি তিনি অভিযোগ করেন বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডি-সিবিআই অভিযান চলছে তখম কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পরেও চুপ পদ্ম শিবির। এই ইস্যুতে মোদীর কড়া সমালোচনা করেছেন রাহুল গান্ধী।

Advertisment

কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের ছেলের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কড়া সমালোচনায় সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী বৃহস্পতিবার (৯ নভেম্বর) জবলপুরে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের ছেলের ঘুষ নেওয়ার ভাইরাল ভিডিও কাণ্ড তুলে ধরে বিজেপিকে নিশানা করেন। তিনি বলেন, ‘যেখানে কোটি কোটি টাকার চুক্তি করা হচ্ছে, ইডি, সিবিআই, আয়কর বিভাগ সব দেখেও নীরব। কেন ঘুষ কাণ্ডে নীরবতা পালন করেছেন প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী শিবরাজ? ইডি, সিবিআই এবং আয়কর কি শুধুমাত্র কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আসরে নেমেছে? এদিন সেই প্রশ্নও তুলেছেন তিনি।

জবলপুরের তিনটি বিধানসভা আসনে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ রোড শোর পরে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময়, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে খোঁচা দিয়ে বলেন, ‘মোদী নিজেকে ওবিসি বলে দাবি করেন। কিন্তু যখন পিছিয়ে পড়া মানুষের অধিকারের বিষয় আসে। তখন নীরব থাকেন  প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘আমি চার হাজার কিলোমিটারের বেশি হেঁটে দেশকে এক করার চেষ্টা করেছি। বিদ্বেষের বাজারে ভালোবাসার দোকান খুলেছি, কিন্তু আজ পর্যন্ত দলিত, আদিবাসী, অনগ্রসর মানুষ তাদের অধিকার পায়নি’।

তিনি আরও বলেন, যখনই পিছিয়ে পড়া মানুষ, আদিবাসী ও দলিতদের অধিকার ও ন্যায়বিচারের কথা আসে, মোদী বা শিবরাজ উভয়েই নীরব থাকেন। আমার পরবর্তী লড়াই হবে দুর্বল অংশের অধিকার প্রদানের এবং এটি এই রাজ্য থেকেই শুরু হবে। এর পাশাপাশি রাহুল বলেন, ‘জিএসটি থেকে কারা লাভবান হয়েছে তা রাজ্যের মানুষের ভেবে দেখার সময় এসেছে। আদানিকে আক্রমণ করে রাহুল বলেন, ‘বিদ্যুতের সুইচ অন করলেই টাকা চলে যায় আদানির পকেটে’।জাত শুমারি সম্পর্কে, তিনি মোদীকে তুলোধোনা করে বলেন, ‘যখনই পিছিয়ে পড়া মানুষের অধিকারের কথা আসে, তখন তিনি স্পষ্টভাবে তা উপেক্ষা করেন।

rahul gandhi
Advertisment