গতকালই লোকসসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে কমিশন। তারপরই পুরোদমে চলছে নির্বাচনী প্রচার। রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রায় নিশানা করেছেন বিজেপিকে। তিনি বলেছেন, 'সামনের লড়াই দুটি ভিন্ন মতাদর্শের মধ্যে। সত্যের পাশে দাঁড়িয়ে গোটা হিন্দুস্তান। বিজেপি আর যাই করুক না কেন সংবিধান পরিবর্তন করার সাহস নেই'।
লোকসভা ভোটের দিনক্ষণ সামনে আসতেই প্রচারের ঝাঁঝ বাড়িয়েছেন রাহুল গান্ধী। এদিন বিজেপি তথা মোদী সরকারকে নিশানা করে রাহুল বলেছেন, “ভারত জোড় ন্যায় যাত্রার শক্তি শুধু আমি এক নই, কোটি কোটি (ভারতীয়) যারা আমার সঙ্গে হেঁটেছিল তারা আমার সব থেকে বড় শক্তি। এই লড়াই শুধু রাহুল গান্ধী বনাম নরেন্দ্র মোদী বা কংগ্রেস ও বিজেপির মধ্যে সীমাবদ্ধ নয়। লড়াইটা দুটো মতাদর্শনের মধ্যে"।
রাহুল এদিন কার্যত হুঙ্কার ছুঁড়ে বলেছেন, "কেউ কেউ বলছেন বিজেপি সংবিধান বদল করবে। কিন্তু আমি আপনাদের বলতে চাই বিজেপির দেশের সংবিধান পরিবর্তন করার সাহস নেই। এই যুদ্ধে সত্য ও হিন্দুস্তান আমাদের পাশে দাঁড়িয়েছে।”
তাঁর যাত্রার কথা স্মরণ করে গান্ধী বলেন, ভারত ঘৃণা ও শত্রুতার দেশ নয়, ভালোবাসা ও সহানুভূতির দেশ। তিনি বলেন, “দরিদ্র, দলিত, নারীদের প্রতি অবিচারই দেশে ক্রমবর্ধমান ঘৃণার মূল কারণ। মাত্র ২ থেকে ৩ শতাংশ নিপীড়িত মানুষ তাদের ন্যায়বিচার পায়।”তিনি বলেন, সবাই যখন একে অপরের স্বার্থের কথা চিন্তা করতে শুরু করে তখন আন্দোলন তৈরি হবে' ।
আরও পড়ুন : PM Modi: বিরোধীদের নিশানায় মোদী, লাগাতার আক্রমণ! কেন? নিজেই কারণ জানালেন নমো