দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার নির্বাচন। তার মাঝেই শুক্রবার কর্ণাটকের বিজয়পুরায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির পরিণতির কথা ভেবে মোদী খুবই নার্ভাস হয়ে পড়েছেন। আর কিছুদিনের মধ্যে মোদীকে মঞ্চে চোখের জল ফেলতে হবে। পাশাপাশি বিজেপি সরকারকে নিশানা করে কংগ্রেস নেতা বলেন,' বিজেপি সরকার কিছু লোককে কোটিপতি করেছে, কংগ্রেস কোটি কোটি মানুষকে লাখপতি বানাবে'।
তিনি প্রধানমন্ত্রীকে 'আসল' বিষয়গুলি থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দেওয়ার অভিযোগ করে বলেন, "তিনি চিন-পাকিস্তানের কথা বলবেন, আপনাকে হাততালি দিতে বা আপনার মোবাইলের আলো জ্বালাতে বলবেন। কিন্তু তিনি দারিদ্র্য, মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মতো বিষয়ে নীরব'।
সমাবেশে রাহুল গান্ধী বলেন, শুধুমাত্র কংগ্রেসই এই সমস্যার সমাধান করতে পারে। প্রাক্তন কংগ্রেস সভাপতি অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী মোদী "গত ১০ বছরে গরিবদের কাছ থেকে অর্থ লুট করেছেন।" রাহুল অভিযোগ করেন, দেশের ২২ জনের কাছে ৭০ কোটি মানুষের সমান সম্পদ রয়েছে। এক শতাংশ মানুষ দেশের ৪০ শতাংশ সম্পদ নিয়ন্ত্রণ করছেন। মোদি যে টাকা কোটিপতিদের দিয়েছেন, আমরা সেই টাকা দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেব,”।
প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপিকে ইঙ্গিত করে, রাহুল গান্ধী আরও অভিযোগ করেছেন যে একটি দল এবং একজন ব্যক্তি ভারতীয় সংবিধান এবং গণতন্ত্রকে শেষ করার চেষ্টা করছে। “বিজেপি সাংসদরা বলেছেন যে তারা নির্বাচনে জিতলে সংবিধান পরিবর্তন করবেন। অন্যদিকে কংগ্রেস দেশের মূল্যবোধকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে"।
গত এক দশকে মোদী দেশের ২০-২৫ জনকে কোটিপতি হতে সাহায্য করেছেন বলেও অভিযোগ তোলেন রাহুল। বন্দর, বিমানবন্দর, প্রতিরক্ষা প্রকল্প এবং সৌর প্রকল্পগুলি গৌতম আদানির মতো লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতা। তিনি বলেন, “ন্যায় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমাদের সরকার কোটি কোটি মানুষকে লাখপতি বানাতে চলেছে”।