কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী পদে মোদীর থেকে অনেক বেশি যোগ্য। এভাবেই লোকসভা ভোট প্রচারে বিজেপিকে নিশানা করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
লোকসভা ভোটে জয় নিশ্চিত পদ্মশিবিরের। নির্বাচনী সমাবেশ থেকে বারে বারে দলীয় কর্মী সমর্থকদের এই বার্তায় দিয়েছেন মোদী। এবার বিজেপি ৪০০ পারের লক্ষ্য রেখেছে। এসবের মাঝে মোদীকে চরম নিশানা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মঙ্গলবার এক সমাবেশে বক্তৃতার সময় তিনি বলেন, ' রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পুরোপুরি তৈরি'।
প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার মন্তব্যকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মাত্র কয়েকদিন আগে দেবগৌড়া বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদিই একমাত্র ব্যক্তি যিনি বর্তমানে দেশের নেতৃত্ব দিতে সক্ষম। এরই পালটা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া বলেছেন, “রাহুল গান্ধী দেশ চালাতে নরেন্দ্র মোদীর চেয়ে শতগুণ বেশি সক্ষম" ।
আরও পড়ুন - Ramdev: সুপ্রিম ‘তিরস্কার’, ফের ক্ষমা চাইলেন রামদেব, সংবাদপত্রে বড়সড় বিজ্ঞাপন জারি, কী বললেন তিনি?