উনিশের ভোটে রাহুল গান্ধীই প্রধানমন্ত্রী পদপ্রার্থী, একথা বলে বিরোধী শিবিরে হইচই ফেলে দিয়েছিলেন ডিএমকে নেতা স্ট্যালিন। রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রস্তাব নিয়ে আবারও মুখ খুললেন করুনানিধি পুত্র। লোকসভা ভোটে কংগ্রেস সভাপতিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চান তামিলরা, এমনটাই বললেন ডিএমকে নেতা।
সংবাদসংস্থা এএনআইকে এ প্রসঙ্গে স্ট্যালিন বলেন, ‘‘চেন্নাইয়ে রাহুল গান্ধীকে নিয়ে এটা বলেছিলাম। কী ভুল করেছি? তামিলনাড়ুবাসীর ইচ্ছে রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার। কিন্তু পশ্চিমবঙ্গে, ওঁরা ভোটের পরই প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঠিক করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা ওঁদের ইচ্ছে।’’
DMK President MK Stalin: Yes I had proposed Rahul Gandhi's name, in Chennai's DMK rally, as the next PM. It is very funny that when I said this, media asked me why you said this but yesterday when I did not say this the same media is saying that why you did not say this. pic.twitter.com/vaURiW8tss
— ANI (@ANI) January 20, 2019
আরও পড়ুন, মমতার ব্রিগেড সভায় উপস্থিত ‘রাজনৈতিক সুবিধাবাদীরা’, কটাক্ষ বিজেপির
উল্লেখ্য, উনিশের ভোটের লড়াইয়ে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে একজোট হয়েছে বেশ কয়েকটি বিরোধী দল। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড সভা ছিল বিজেপি বিরোধী ঐক্যের মঞ্চ। বিজেপি বিরোধী নেতাদের একমঞ্চে হাজির করে দেশ থেকে ‘বিজেপি হঠাও’-এর ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। গেরুয়াশিবিরের বিরুদ্ধে ভোটে লড়তে একজোট হচ্ছেন বিরোধীরা। কিন্তু এখনও বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ‘‘প্রধানমন্ত্রী ঠিক করার জন্য নয়, বিজেপিকে সরকার থেকে হঠানোই প্রধান লক্ষ্য এবারের ভোটে’’, ব্রিগেডের মঞ্চ থেকে একথাই শোনা গিয়েছে। বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা না হওয়া নিয়ে খোঁচা দিয়েছে বিজেপিও। গতকালই বিজেপি নেতা রাজীবপ্রতাপ রুডি প্রশ্ন তুলেছেন, ‘‘মহাজোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে?’’
অন্যদিকে, গত ডিসেম্বরে করুনানিধির মূর্তি উন্মোচন করতে এসে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করেন স্ট্যালিন। শুধু তাই নয়, কংগ্রেস সভাপতিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার ব্যপারে সব বিরোধী দলের কাছে আর্জিও করেন ডিএমকে নেতা। তিনি বলেছিলেন, ফ্যাসিস্ট এনডিএ সরকারের থেকে দেশকে বাঁচানোর জন্য রাহুলের মতো নেতা দরকার। স্ট্যালিনের এহেন মন্তব্যে বিরোধী শিবিরেই জোর জল্পনা ছড়ায়। ভোটের পরই প্রধানমন্ত্রী ঠিক করা হবে বলে আওয়াজ তোলে সপা, বসপা, তৃণমূল, এনসিপির মতো দলগুলি।
Read the full story in English