শনিবারের নির্বাচনী সভায় রাজীব গান্ধীকে 'এক নম্বরের ভ্রষ্টাচারী' বলে কংগ্রেসকে আঘাত হানেন নরেন্দ্র মোদী। টুইট করে আক্রমণের পাল্টা জবাব দিলেন রাহুল গান্ধী। রবিবার টুইট করে কংগ্রেস সভাপতি লেখেন "দেশ ধোঁকাবাজদের মাফ করে না। মোদীজির আক্রমণের জবাব দেবে আমেঠির জনতা, যাদের জন্য প্রাণ দিয়েছেন রাজীব গান্ধী"।
"নিজের বিশ্বাসকে আমার বাবার ওপর চাপিয়ে দেবেন না। অনেক ভালোবাসা আর শুভেচ্ছা আপনাকে"। রবিবার রাহুলের টুইটের শেষ অংশ ছিল এমনই।
আরও পড়ুন, গগৈ-এর বিরুদ্ধে ওঠা অভিযোগে একতরফা তদন্তে মানা বিচারপতির
মোদীর মন্তব্য প্রসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, "একজন শহিদকে অপমান করলেন মোদী"। "যে প্রধানমন্ত্রী নিজে শহিদের নামে ভোট চান, তিনি একজন পবিত্র মানুষের শহিদ হওয়াকে অসম্মান করলেন", বলেন প্রিয়াঙ্কা।
রবিবারের টুইটে রাহুল বললেন, “যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। আপনার কর্মফল আপনার জন্য অপেক্ষা করছে। নিজের মনের বিশ্বাস আমার বাবার ওপর চাপিয়ে লাভ নেই। অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।
বফর্স দুর্নীতির প্রসঙ্গ টেনে এনে মোদী বলেন, রাজীব গান্ধীর জীবন শেষ হয়েছিল 'এক নম্বর ভ্রষ্টাচারী হিসেবে। এ প্রসঙ্গে প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরম বলেন, "মোদী শালীনতার সব সীমা লঙ্ঘন করেছে"। দিল্লি হাইকোর্টের রায় মনে করিয়ে দিয়ে চিদম্বরম বলেন, "উনি কি জানেন না রাজীব গান্ধীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে"?
Read the full story in English