Advertisment

Rahul Gandhi: 'দোষীদের মোদীর সমর্থনের শিকার মহিলারা', 'যৌন নির্যাতন' মামলায় রাহুলের চিঠি মুখ্যমন্ত্রীকে

চিঠিতে রাহুল গান্ধী লিখেছেন, 'প্রজওয়াল রেভান্না বহু বছর ধরে শ'য়ে শ'য়ে মহিলাকে যৌন হয়রানি করেছেন এবং তাদের ভিডিও করেছেন।'

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi

3 মে তারিখের চিঠিতে বলা হয়েছে, "এই জঘন্য অপরাধের জন্য দায়ী সকল পক্ষকে আইনের আওতায় আনা নিশ্চিত করার জন্য আমাদের সম্মিলিত দায়িত্ব রয়েছে।"

প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ওঠা অশ্লীল ভিডিও মামলায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি লিখেছেন রাহুল গান্ধী। চিঠিতে রাহুল গান্ধী লিখেছেন, 'প্রজ্জ্বল রেভান্না বহু বছর ধরে শ'য়ে শ'য়ে মহিলাকে যৌন হয়রানি করেছেন এবং তাদের ভিডিও করেছেন।'

Advertisment

প্রজওয়াল রেভান্নার অশ্লীল ভিডিও মামলা নিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি লিখেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, "রেভান্না শ'য়ে শ'য়ে মহিলাকে যৌন শোষণ করেছে। তাঁর লালসার শিকার হওয়া সকল মহিলাকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের অনুরোধ জানাচ্ছি। এই জঘন্য অপরাধের জন্য দায়ী সকল দোষীকে বিচারের আওতায় আনা আমাদের সম্মিলিত দায়িত্ব।"

রাহুল গান্ধী লিখেছেন, "রেভান্না বহু বছর ধরে শ'য়ে শ'য়ে মহিলাকে যৌন হেনস্থা করেছেন এবং তাদের ভিডিও করেছেন। অনেকে যারা তাকে ভাই ও ছেলের মতো দেখতেন। তাদের সবচেয়ে হিংস্রভাবে মর্যাদা হরণ করা হয়েছিল। আমাদের মা-বোনদের ধর্ষণের জন্য কঠোরতম শাস্তি হওয়া দরকার"।

পুরীতে বিপাকে কংগ্রেস- 2024 General Elections: জগন্নাথ ধামে বড় সংকটে কংগ্রেস, দলের বিরুদ্ধেই প্রার্থীর গুরুতর অভিযোগ, সুরাতের পুনারাবৃত্তি?

রাহুল গান্ধী তাঁর চিঠিতে লিখেছেন, 'আমি এটা জেনে গভীরভাবে মর্মাহত বিজেপির সবচেয়ে ঊর্ধ্বতন নেতৃত্বের নজরে আনা সত্ত্বেও প্রধানমন্ত্রী গণধর্ষণকারীর পক্ষে প্রচার করেছেন।' কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে তাকে ভারত থেকে পালানোর সুযোগ করে দিয়েছে। আমি এর আগে এমন একজন প্রবীণ জনপ্রতিনিধি দেখিনি যিনি নারীদের প্রতি নির্যাতনে বারেবারে নীরব থেকেছেন। হরিয়ানার আমাদের কুস্তিগীর থেকে শুরু করে মণিপুরের আমাদের বোনেরা, ভারতীয় মহিলারা ধৈর্য্যশীল'।

rahul gandhi
Advertisment