Advertisment

Lok Sabha Election 2019: মমতা আরএসএস কোর কমিটির সদস্য, 'মনে হচ্ছে' অধীরের

General Election 2019: অধীর বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের এত ভিতরের খবর জানেন যখন, তখন মনে হচ্ছে উনি আরএসএসের কোর কমিটির সদস্য!’’

author-image
IE Bangla Web Desk
New Update
loksabha election 2019, লোকসভা নির্বাচন ২০১৯, মমতা, অধীর চৌধুরী, mamata, adhir chowdhury

 সোমবারের নির্বাচনে সব থেকে নজরকাড়া কেন্দ্র বহরমপুর

General Election 2019: বাংলায় পা রেখেই কংগ্রেস-আরএসএস যোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিলেন রাহুল গান্ধী। প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ও বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী আরএসএসের মদতে ভোটে লড়ছেন বলে বুধবার উত্তর দিনাজপুরের চোপড়ার সভা থেকে কংগ্রেসকে বেনজির আক্রমণ করেন মমতা। এদিন সেই উত্তর দিনাজপুর থেকেই জবাব হিসাবে মমতার বিজেপি ঘনিষ্ঠতার কথা মনে করালেন রাহুল। করণদিঘির সভায় রাহুল বুধবার বলেন, ‘‘আমরা কি কখনও বিজেপির সঙ্গে জোট বেঁধেছিলাম? কখনও সমঝোতা করেছি? কোনও রাজ্যে করেছি? মমতা করেছেন বিজেপির সঙ্গে সমঝোতা।’’

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

করণদিঘির সভায় কংগ্রেস সভাপতি বলেন, ‘‘রাফাল ইস্যু কে সামনে আনল? আমরাই রাফাল মামলা এনেছি। আমরাই চৌকিদারকে চোর বলেছি। আমরাই চৌকিদারের চেহারা বদলে ফেলেছি। চৌকিদার এখন ভয়ে কথা বলছে না। চৌকিদারের মুখ চুপসে গিয়েছে।’’ এরপরই সভায় আসা কংগ্রেস কর্মী-সমর্থকদের উদ্দেশে রাহুল প্রশ্ন করার ভঙ্গিতে বলেন, ‘‘আমরা কি কখনও বিজেপির সঙ্গে সমঝোতা করেছিলাম? ৭০ বছরে কোনও রাজ্যে বিজেপির সঙ্গে জোট বেঁধেছি? মমতা বিজেপির সঙ্গে সমঝোতা করেছেন? মমতা তো বিজেপির সঙ্গে জোট বেঁধেছিলেন।’’

আরও পড়ুন: “প্রণব মুখোপাধ্যায়ের ছেলে আরএসএস-এর মদতে ভোটে লড়ছেন”

প্রথম দফার লোকসভা ভোটের আগের দিন মমতার এহেন মন্তব্যে ঝড় উঠেছে বঙ্গ রাজনীতিতে। তৃণমূল সুপ্রিমোর মন্তব্য নিয়ে সরব হয়েছেন খোদ অধীর চৌধুরী। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের এত ভিতরের খবর জানেন যখন, তখন মনে হচ্ছে উনি আরএসএসের কোর কমিটির সদস্য! এখনও পর্যন্ত উনি বলেননি, আমি বিজেপির সঙ্গে ঘরকন্না করে অন্যায় করেছিলাম। এও বলছেন না যে, নির্বাচনের ফল যাই হোক না কেন, আগামী দিনে আমরা আর বিজেপির সঙ্গে জোট করব না।’’ অন্যদিকে, বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, ‘‘আরএসএসের কাজ কাউকে মদত দেওয়া নয়। যে দুই প্রার্থীর কথা বললেন, তাঁদের জন্য তো (এমন কাজ) করতেই পারে না। মিথ্যাচার, কুৎসা ছাড়া তৃণমূলের আর কোনও অস্ত্র নেই এখন।’’

এদিন চোপড়ার সভায় মমতা ঠিক কী বলেছেন? তৃণমূলনেত্রী বলেন, “এখানে কংগ্রেস বিজেপির সঙ্গে। বহরমপুরে কংগ্রেস নেতা আরএসএসের মদতে লড়ছেন। জঙ্গিপুরে আরএসএসের মদতে লড়ছেন প্রণব মুখোপাধ্যায়ের ছেলে। কংগ্রেসকে ভোট দেবেন না’’।

CONGRESS RSS lok sabha 2019 General Election 2019 bjp Mamata Banerjee rahul gandhi
Advertisment