scorecardresearch

প্রধানমন্ত্রী হিসেবে রাহুলই যোগ্য, স্ট্যালিনের সুরে বললেন তেজস্বীও

‘‘একজন ভাল প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাহুলের মধ্যে সব গুণাবলী রয়েছে। ওঁর বিরুদ্ধে এত নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। তবুও রাহুল গান্ধী তাঁর উদারতা, আন্তরিকতার জন্য মানুষের মন জিতেছেন।’’

rahul gandhi, রাহুল গান্ধী
রাহুল গান্ধী ও তেজস্বী যাদব। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

স্ট্যালিনের পর তেজস্বী যাদব। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করা নিয়ে এবার মুখ খুললেন আরজেডি নেতা তেজস্বী যাদব। লালুপুত্র বলেছেন, ভাল প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাহুলের সব গুণ রয়েছে। যদিও লোকসভা ভোটের পরই প্রধানমন্ত্রী কে হবেন, তা ঠিক করবে মহাজোটের শরিকরা, এমন কথাও বলেছেন তেজস্বী। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর।

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেজস্বী বলেছেন, ‘‘ওঁর বিরুদ্ধে এত নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। তবুও রাহুল গান্ধী তাঁর উদারতা, আন্তরিকতার জন্য মানুষের মন জিতেছেন।’’ লালুপুত্র আরও বলেছেন, ‘‘একজন ভাল প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাহুলের মধ্যে সব গুণাবলী রয়েছে। দেশের সবথেকে পুরনো দলের সভাপতি উনি। ভুলে গেলে চলবে না, ওঁর দলে দেশের ৫ মুখ্যমন্ত্রী রয়েছেন। উনি তাঁদের নেতৃত্ব দিচ্ছেন। ফলে রাহুলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়।’’ পাশাপাশি বিজেপিকে নিশানা করে তেজস্বী বলেছেন, কংগ্রেস নেতার ভাবমূর্তি নষ্ট করার জন্য প্রচারের পিছনে কোটি কোটি টাকা খরচ করেছে বিজেপি।

আরও পড়ুন, রাহুলকে প্রধানমন্ত্রী চান তামিলরা: স্ট্যালিন

রাহুলের নেতৃত্বের তারিফ করতে গিয়ে রাজস্থান, ছত্তীসগড়, মধ্যপ্রদেশে কংগ্রেসের জয়ের প্রসঙ্গ টেনেছেন তেজস্বী। রাহুলের নেতৃত্বে ওই তিন রাজ্যে কংগ্রেসের জয়ে সে দল আরও আত্মবিশ্বাসী হয়েছে।

তবে ভোটের পরই প্রধানমন্ত্রী বাছাই নিয়ে আলোচনার পক্ষে তেজস্বী। আরজেডি নেতা বলেছেন, তাড়াহুড়োর কিছু নেই। ভোটের পরই আমরা এ নিয়ে আলোচনায় বসতে পারি। এ প্রসঙ্গে মনমোহন সিংয়ের প্রসঙ্গ টেনে তেজস্বী বলেছেন, ভুলে গেলে চলবে না, ২০০৪ সালে মনমোহন সিং প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন না। কিন্তু ১০ বছর সাফল্যের সঙ্গে সরকার চালিয়েছেন তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে রাহুলের নাম প্রস্তাব করেছিলেন ডিএমকে নেতা স্ট্যালিন। ডিএমকের নেতার এই মন্তব্য নিয়ে বিরোধী মহলেই সমালোচনা হয়। বেশ কয়েকটি বিরোধী দল সাফ জানিয়ে দেয়, প্রধানমন্ত্রী কে হবেন, ভোটের পরই সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Bengali App.

Web Title: Rahul gandhi tejashwi yadav pm stalin