'রেভান্না যা করেছেন তা যৌন কেলেঙ্কারি নয়, 'গণধর্ষণ'। এমনই মন্তব্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। সোশ্যাল মিডিয়ায় বহিষ্কৃত জেডিএস নেতা প্রজ্জল রেভান্নার ভিডিও ভাইরাল হওয়ার ইস্যুতে রাহুল গান্ধীর নিশানায় এবার প্রধানমন্ত্রী মোদী।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ নিয়ে আক্রমনাত্মক অবস্থান নিচ্ছেন। রাহুল গান্ধী এই বিষয়ে প্রধানমন্ত্রী ও বিজেপিকে ক্রমাগত নিশানা করেছেন। কংগ্রেস নেতা আবারও তীক্ষ্ণ মন্তব্য করেছেন এবং বলেছেন যে প্রধানমন্ত্রী মোদী গণধর্ষকদের সমর্থন করছেন।
রাহুল গান্ধী রেভান্না কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ক্ষমা চাইতে বলেছেন। তিনি বলেন, “রেভান্না যা করেছে তা যৌন কেলেঙ্কারি নয়, ‘গণধর্ষণ’। কর্ণাটকের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী সেই গণধর্ষককে সমর্থন করে তার জন্য ভোট চেয়েছিলেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপির প্রতিটি নেতার উচিত এই পাপের জন্য দেশের প্রতিটি মহিলার কাছে হাত জোড় করে এবং মাথা নত করে ক্ষমা চাওয়া। পাশাপাশি রাহুল বলেন, 'গণধর্ষকদের ভারত থেকে পালাতে দেওয়া' এটাই মোদীর গ্যারান্টি।
এর আগে বুধবার (১লা মে)ও প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্ন করেছিলেন রাহুল গান্ধী। তিনি বলেন, "নরেন্দ্র মোদী বরাবরের মতোই কর্ণাটকে নারীদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস অপরাধের বিষয়ে লজ্জাজনক নীরবতা বজায় রেখেছেন। প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে, সবকিছু জেনেও তিনি ভোটরাজনীতির জন্য তার হয়ে প্রচারে গিয়েছিলেন। কেন এত বড় অপরাধী এত সহজে দেশ থেকে পালিয়ে গেল?
তিনি আরও বলেন, কায়সারগঞ্জ থেকে কর্ণাটক এবং উন্নাও থেকে উত্তরাখণ্ড পর্যন্ত নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া অপরাধ নিয়ে মোদী নীরব থেকে অপরাধীদের উৎসাহিত করছেন। মোদী'রাজনৈতিক পরিবারের' অংশ হওয়া কি অপরাধীদের জন্য 'নিরাপত্তার গ্যারান্টি'?