Advertisment

সিপিএমের বিরুদ্ধে কথা বলব না: রাহুল গান্ধী

ওয়ানাড়ের রাস্তার দুধারে দলীয় সমর্থকরা পতাকা হাতে তাঁকে অভিবাদন জানান। রোড শোয়ের সময়ে রাহুল অনেক সমর্থকের সঙ্গে হাতও মেলান।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi Wayanad

ওয়ানাড়ে মনোনয়ন জমা (ছবি- টুইটার)

পিতামহী ইন্দিরা গান্ধী এবং মা সোনিয়া গান্ধীর পদাঙ্ক অনুসরণ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দাক্ষিণাত্য যাত্রা শুরু করেছেন। কেরালার ওয়ানাড় থেকে বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিল করলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। পরে রাহুল ওয়ানাড়ে ভোট প্রচার শুরু করেন একটি রোড শোয়ের মধ্যে দিয়ে। রাহুল গান্ধী আমেথি থেকেও ভোটে লড়ছেন। ওয়ানাড় তাঁর দ্বিতীয় কেন্দ্র।

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস এবং সরকার সাংস্কৃতিক আক্রমণ চালাচ্ছে বলে দাবি করে রাহুল গান্ধী বলেন, ওয়ানাড় থেকে তাঁর ভোটে লড়ার লক্ষ্য হল, ভারত যে এক সে বার্তা দেওয়া। ওয়ানাড়ের টিকিট নিয়ে বামেদের সঙ্গে টালমাটাল প্রসঙ্গে সাংবাদিকদের রাহুল বলেন, "আমি জানি কেরালায় কংগ্রেস এবং সিপিএমের মধ্যে লড়াই চলছে। এ লড়াই চলবেও। আমি বুঝতে পারছি যে আমার সিপিএমের ভাই-বোনেরা আমার সঙ্গে লড়বেন, আমাকে আক্রমণ করবেন, কিন্তু আমি গোটা প্রচারে ওঁদের বিরুদ্ধে কোনও কথা বলব না। আমার উদ্দেশ্য দক্ষিণ ভারতে ঐক্য ও শান্তির বার্তা পাঠানো।"

Rahul Gandhi Wayanad ওয়ানাড়ে রোড শো-তে রাহুল গান্ধী, সঙ্গে প্রিয়াঙ্কা

ওয়ানাড়ের ডিস্ট্রিক্ট কালেক্টরের দফতরে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এআইসিসি প্রধান একটি খোলা গাড়িতে চড়ে বেরিয়ে পড়েন। তাঁর সঙ্গে ছিলেন কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চান্ডি এবং কেরালার বিধানসভার বিরোধী দলনেতা রমেশ চেন্নিতালা সহ রাজ্য কংগ্রেসের নেতারা। ওয়ানাড়ের রাস্তার দুধারে দলীয় সমর্থকরা পতাকা হাতে তাঁকে অভিবাদন জানান। রোড শোয়ের সময়ে রাহুল অনেক সমর্থকের সঙ্গে হাতও মেলান।

ভোটের আরও খবর পড়ুন, এখানে

ওয়ানাড়ে রাহুলের মনোনয়ন জমা দেওয়ার আগে এদিন আমেথিতে রাহুলের প্রতিদ্বন্দ্বী বিজেপির স্মৃতি ইরানি বলেন, এ ঘটনা আমেথির মানুষের পক্ষে অপমানের। তিনি বলেন, "আমেথির মানুষের সমর্থন নিয়ে উনি পনেরো বছর ধরে ক্ষমতা ভোগ করেছেন, কিন্তু এবার উনি অন্য জায়গা থেকে মনোনয়ন জমা দিলেন। এ ঘটনা আমেথির মানুষের পক্ষে অপমানের। এখানকার মানুষ এ জিনিস মেনে নেবে না।"

Rahul Gandhi Wayanad ওয়ানাড়কে নিরাপদতম কেন্দ্র বলেই মনে করছে কংগ্রেস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাহুলের ওয়ানাড় থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘটনার বিরোধিতায় মুখ খুলেছেন। তিনি বলেছেন, "রাহুল এমন কেন্দ্র বেছেছেন, যে কেন্দ্র সংখ্য়াগুরু সম্প্রদায়ের অধ্যুষিত নয়।" মোদী বলেছেন, "কংগ্রেস ক্রমশ সংখ্যাগুরু অধ্যুষিত এলাকা থেকে পালিয়ে গিয়ে এমন জায়গায় আশ্রয় নিচ্ছে, যেখানে সংখ্যাগুরুরা সংখ্যালঘু।" বামেরাও রাহুলে ওয়ানাড় থেকে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তের নিন্দা করেছে। পার্টির অন্যতম নিরাপদ এ আসনে "কিছুই রাহুল গান্ধীর বিরুদ্ধে যাবে না" বলে বিশ্বাস কংগ্রেস নেতাদের।

কেরালার বৃহত্তম আদিবাসী সম্প্রদায়ের বাসভূমি ওয়ানাড়। এ জেলার ভোট শেয়ারের ১৮ শতাংশ আদিবাসীদের। এখানে রাহুলের প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের পি পি সুনীর এবং এনডিএ-র তুষার ভেল্লাপ্পাল্লি।

ওয়ানাড়ে ভোট গ্রহণ হবে ২৩ এপ্রিল এবং আমেথিতে ভোট গ্রহণ ৬ মে। এবার ভোটের ফল প্রকাশ হবে ২৩ মে।

Read the Story in English

CONGRESS rahul gandhi Cpm
Advertisment