Advertisment

Rahul Gandhi: বছরে আয় কোটি টাকার বেশি, তাও রাহুলের নেই নিজস্ব বাড়ি-গাড়ি, জানেন মোট সম্পত্তির পরিমাণ?

আমেঠীতে সাসপেন্স বজায় রেখে গতকালই ওয়ানাড লোকসভা আসনের জন্য মনোনয়ন পেশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জানেন কত কোটি টাকার মালিক রাহুল গান্ধী?

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi's 20 Crore Assets: বছরে আয় কোটি টাকার বেশি, তাও রাহুলের নেই নিজস্ব বাড়ি-গাড়ি, মোট সম্পত্তির পরিমাণ চমকে দেবে

আমেঠীতে সাসপেন্স বজায় রেখে গতকালই ওয়ানাড লোকসভা আসনের জন্য মনোনয়ন পেশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জানেন কত কোটি টাকার মালিক রাহুল গান্ধী?

Rahul Gandhi's 20 Crore Assets: আমেঠীতে সাসপেন্স বজায় রেখে গতকালই ওয়ানাড লোকসভা আসনের জন্য মনোনয়ন পেশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জানেন কত কোটি টাকার মালিক রাহুল গান্ধী?

Advertisment

বেজে গিয়েছে ২৪-এর লোকসভা নির্বাচনের দামামা। ইতিমধ্যেই সব রাজনৈতিক দলই ভোট প্রচারে ব্যস্ত। লোকসভা নির্বাচনে দেশের আম জনতার নজর হেভিওয়েট নেতাদের দিকেই। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আবারও কেরালার ওয়ানাড থেকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।

বুধবারই তিনি তাঁর মনোনযনপত্র জমা দেন। হলফনামা অনুসারে, রাহুল গান্ধীর মোট সম্পত্তি ২০ কোটি টাকা। কিন্তু ২০ কোটি টাকার মালিক হলেও রাহুলের নিজস্ব বাড়ি-গাড়ি কিছুই নেই। নির্বাচনী হলফনামায় রাহুল গান্ধী প্রায় ৯.২৪ কোটি টাকার অস্থাবর সম্পত্তির উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে মাত্র ৫৫ হাজার টাকা নগদ। ২৬.২৫ লক্ষ টাকা ব্যাঙ্ক আমানত। ৪.৩৩ কোটি টাকার বন্ড এবং শেয়ার, ৩.৮১ কোটি টাকার মিউচুয়াল ফান্ড, ১৫.২১ লক্ষ টাকার গোল্ড বন্ড এবং ৪.২০ লক্ষ টাকার গহনা।

রাহুল গান্ধীর স্থাবর সম্পত্তির পরিমাণ ১১.১৫ কোটি টাকা। যার মধ্যে দিল্লির মেহরাউলিতে কৃষি জমিও রয়েছে। রাহুল গান্ধীর পাশাপাশি এই জমির মালিক তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীও। রাহুলের গুরুগ্রামে নিজের দুটি অফিসের বর্তমান মূল্য ৯ কোটি টাকারও বেশি। রাহুল গান্ধী তার নির্বাচনী হলফনামায় বলেছেন যে কৃষি জমি তার উত্তরাধিকারী সম্পত্তি।

রাহুল গান্ধীর দাখিল করা নির্বাচনী হলফনামা অনুসারে, তিনি প্রতি বছর এক কোটি টাকারও বেশি আয় করেন। ২০২২-২০২৩ অর্থবর্ষে রাহুল গান্ধীর বার্ষিক আয় ছিল ১,০২,৭৮, ৬৮০ টাকা। ২০২১-২০২২ অর্থবর্ষে কংগ্রেস নেতার মোট আয়ের পরিমাণ ছিল ১,৩১,০৪,৯৭০ কোটি টাকা। ২০২০-২০২১ সালে ১,২৩,৩১,১১০ কোটি টাকা বার্ষিক আয় ছিল রাহুলের। ২০১৯-২০২০ অর্থবর্ষে রাহুলের মোট আয় ছিল ১,২১,৫৪,৪৭০ কোটি টাকা।

কংগ্রেস নেতার নিজের বাড়ি নেই, গুরুগ্রামে নয় কোটি টাকার দুটি বাণিজ্যিক ভবন
নির্বাচনী হলফ নামা অনুসারে রাহুল গান্ধীর নিজস্ব কোনো বাড়ি নেই। তবে গুরুগ্রামে তার নামে দুটি বাণিজ্যিক ভবন রয়েছে। যার দাম ৯ কোটি টাকার বেশি। গত লোকসভা নির্বাচনের তথ্য অনুসারে, ২০১৯ সালে ওয়ানাড লোকসভা আসনের মোট ভোটারের মধ্যে ৫১.৯৫ শতাংশ রাহুল গান্ধীকে ভোট দিয়েছেন।

তবে এবার রাহুলের কাছে চ্যালেঞ্জ কিছুটা কঠিন। ওয়েনাড আসন থেকে সিপিআই-য়ের সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজা রাহুলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। অন্যদিকে বিজেপিও ওয়েনাড আসনে রাহুল গান্ধীকে কোণঠাসা করতে আসরে নেমে পড়েছে । এবার দল কেরল বিজেপি সভাপতি কে সুরেন্দ্রনকে ওয়ানাড আসনে প্রার্থী করেছে।

আরও পড়ুন - Modi-Mamata: সরগরম কোচবিহার! মমতার বার্তার অপেক্ষায় কর্মীরা, কথা ধরে ধরে তুখোড় জবাবে তৈরি মোদী!

CONGRESS rahul gandhi loksabha election 2024
Advertisment