Advertisment

Rahul Gandhi: প্রচারে বেরিয়ে বিরাট ধাক্কা, অভিষেকের পর এবার রাহুলের কপ্টারে তল্লাশি, কী মিলল?

মোদীর কপ্টার তল্লাশির দাবি কংগ্রেসের।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul gandhi, rahul gandhi's helicopter searched, tamil nadu, nilgiris, wayanad, lok sabha elections, election officials

ভোটের মুখে রাহুল গান্ধীর হেলিকপ্টার তল্লাশি

ভোটের মুখে রাহুল গান্ধীর হেলিকপ্টার তল্লাশি, পালটা মোদীর কপ্টার তল্লাশির দাবি কংগ্রেসের।

Advertisment

লোকসভা নির্বাচনের আগে গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের কুপ্টারে আয়কর তল্লাশি ঘিরে শোরগোল পড়ে যায়। বিজেপির বিরুদ্ধে এদিন সরবও হন অভিষেক। মাত্র ২৪ ঘন্টা পার হতে না হতেই রাহুল গান্ধীর কপ্টারে ভোট প্রচারের সময় তল্লাশি চালিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।

রাহুলের কপ্টারে তল্লাশি চালাতেই বিজেপির বিরুদ্ধে সরব হন কংগ্রেস নেতৃত্ব। এই বিষয়ে কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাথে বলেছেন রাহুলের কপ্টারে যদি নির্বাচন কমিশনের আধিকারিকরা তল্লাশি চালাতে পারেন তবে তবে প্রধানমন্ত্রী মোদীর কপ্টারটিও খুঁটিয়ে দেখা উচিত।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকরা সোমবার তামিলনাড়ুর নীলগিরিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কপ্টার পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি নীলগিরিতে অবতরণের পর ফ্লাইং স্কোয়াডের আধিকারিকরা তা তল্লাশি করে। রাহুল গান্ধী এদিন কেরলে তার সংসদীয় এলাকা ওয়েনাড সফর করছিলেন, যেখানে জনসভা সহ বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশ করার কথা রয়েছে কংগ্রেস নেতার। রাহুল গান্ধী ওয়েনাড থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যেখানে ২৬ এপ্রিল নির্বাচন হওয়ার কথা রয়েছে।

rahul gandhi
Advertisment