রাজস্থানে জয়ের আশা করছে বিজেপি। ২৫ নভেম্বর মরুরাজ্যে নির্বাচন। তার অনেক আগে থেকেই কে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। এই রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে বিজেপির সবচেয়ে জনপ্রিয় মুখ। সূত্রের খবর, ২০০ সদস্যের রাজস্থান বিধানসভায় বিজেপি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেলেও তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা কম। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বসুন্ধরার এক অস্বস্তিকর সম্পর্ক আছে। যার জেরে তাঁকে মুখ্যমন্ত্রী করা নিয়ে সমর্থকদের দাবি প্রত্যাখ্যান করেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।
এই পরিস্থিতিতে মরুরাজ্যে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বসুন্ধরাকে ছেঁটে ফেলা আরও সহজ হয়ে যাবে। বোঝানো যাবে যে আসলে বসুন্ধরার কোনও গুরুত্বই মরুরাজ্যে নেই। সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন থেকেই বসুন্ধরা রাজের মোকাবিলা করার চেষ্টা শুরু করেছেন। তাঁকে ও তাঁর সমর্থকদের সম্পূর্ণ বিচ্ছিন্ন না-করেই কার্যত উপেক্ষা করা হচ্ছে। আর, এভাবেই মরুরাজ্যে বিজেপি ভোট করাতে চাইছে। সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতাদের নির্দেশ দিয়েছেন রাজেকে যথাযথ সম্মান জানাতে। কিন্তু, তাঁর থেকে কোনও নির্দেশ না-নিতে।
সূত্র জানায় যে রাজেকে তাঁর আসন ঝালরাপাটন থেকে এবং তাঁর বেশিরভাগ সমর্থকদের টিকিট দিয়ে খুশি রাখা হয়েছে। নিশ্চিত করার চেষ্টা হয়েছে, যাতে তাঁরা তাঁদের নির্বাচনী এলাকাতেই সীমাবদ্ধ থাকেন। পাশাপাশি, রাজস্থান বিজেপি নেতৃত্বকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে এবং পদক্ষেপ করতে বলা হয়েছে। রাজস্থানে যা ঘটছে, তার ওপর সরাসরি নজর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের সিনিয়র নেতা অমিত শাহ। তিনি মরুরাজ্যের প্রচার ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। কেন্দ্রীয় নেতৃত্বের স্পষ্ট বার্তা আছে, নির্বাচনের আগে যাতে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কোনও কথা না-হয়।
আরও পড়ুন- উত্তরাখণ্ডে টানেল ধসের কারণ কী, কীভাবেই বা তা এড়ানো যেত?
বিজেপির রাজস্থান বিষয়ক দায়িত্বপ্রাপ্ত এক নেতা এই প্রসঙ্গে বলেন, 'প্রতিটি প্রার্থীর মধ্যে এক উজ্জ্বল সম্ভাবনা থাকে। পছন্দ যে কেউ হতে পারেন। এমন কেউ হবেন, যাঁকে দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। বসুন্ধরা রাজের নেতৃত্বে, তা করা সম্ভব নয়।' মুখ্যমন্ত্রী কে হতে পারেন, তা আর একটি বিষয় নির্ধারক হতে পারে। তা হল, জাতপাত এবং রাজ্য ইউনিটকে সচল রাখার ক্ষমতা। বিশেষ করে যখন ওবিসি ফ্যাক্টর নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে! এক্ষেত্রে, বিরোধীদের প্রচারের আলোয় একটি নাম দ্রুত সামনে এসেছে। সেই নামটি হল, মহন্ত বালকনাথ। আলওয়ারের বর্তমান এই বিজেপি সাংসদ তিজারা বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।