'৪৮ ঘণ্টার জন্য ইডি এবং সিবিআইয়ের ওপর আমাদের নিয়ন্ত্রণ দিন, তারপর দেখুন…' প্রধানমন্ত্রী মোদীকে কংগ্রেসের চ্যালেঞ্জ!
কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা উদয়পুরে বিজেপি এবং প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন এবং 48 ঘন্টার জন্য সিবিআই এবং ইডির ওপর নিয়ন্ত্রণ চেয়েছেন। রাজস্থানে বিধানসভা নির্বাচনের শেষ দফার প্রচার চলছে। ২৩ নভেম্বর সন্ধ্যায় বন্ধ হবে প্রচারপর্ব। প্রচারের দেড় দিন বাকি থাকতেই বিজেপিকে ইডি-সিবিআই নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ল কংগ্রেস।
দলের মুখপাত্রর পবন খেরা উদয়পুরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। এই সময় তিনি বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদীকে (নরেন্দ্র মোদী) চ্যালেঞ্জ করে বলেছেন, মাত্র ৪৮ ঘন্টার জন্য সিবিআই এবং ইডি’র ওপর নিয়ন্ত্রণ চেয়েছেন। কংগ্রেসের লাল ডায়েরি বিতর্কের প্রশ্নে পবন খেরা বলেন, কোন ডায়েরিতে কী লেখা আছে তা আমরা ভালো করেই জানি। তিনি আরও বলেন মাত্র ৪৮ ঘন্টার জন্য ইডি-সিবিআইকে, আমাদের কাজে লাগানোর সুযোগ দিন দিন, তারপর আমরা বলব কোনটি লাল, নীল এবং হলুদ ডায়েরি। প্রধানমন্ত্রীর সব রং মনে থাকবে।
কানহাইয়ালাল খুনের ঘটনায় বিজেপির উপর আক্রমণ
উদয়পুরের দর্জি কানহাইয়ালাল খুনের ঘটনায় বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ করলেন পবন খেরা। তিনি বলেন, অভিযুক্ত রিয়াজ আত্তারি এবং ঘোস মহম্মদ বিজেপির পোলিং বুথ এজেন্ট ছিলেন না? তিনি আরও বলেন, এবার রাজস্থানের মানুষ চায় গেহলট সরকার আবার ফিরে আসুক। আমরা জনগণের আস্থা অর্জন করেছি। জনগণ আমাদের গ্যারান্টি ও উন্নয়নের কাজ দেখেছে।
এদিকে এর মাঝেই ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র বড় পদক্ষেপ, AJL এবং ইয়ং ইন্ডিয়ার 750 কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত। মঙ্গলবার (২১ নভেম্বর) প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ-র অধীনে নথিভুক্ত তহবিল তছরুপের মামলায় ৭৫১.৯ কোটি টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। বাজেয়াপ্ত হওয়া ৭৫১.৯ কোটি টাকার সম্পত্তির মধ্যে ইয়ং ইন্ডিয়ান সংস্থার সম্পত্তি রয়েছে ৯০ কোটি টাকার। এই সংস্থার সঙ্গে রাহুল ও সনিয়া গান্ধীর সরাসরি যোগ রয়েছে। বাজেয়াপ্ত হওয়া এজেএলের সম্পত্তির মূল্য ৬৬১.৬৯ কোটি টাকা।
আগামী ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন। ভোটের ফল প্রকাশিত হবে আগামী ৩ ডিসেম্বর। শেষ পর্যায়ে ভোটের প্রচারে কোনও খামতি রাখতে চায় না কংগ্রেস ও বিজেপি দুই দলই। শুধু প্রচারে ঝড় তোলা নয়, রাজস্থান বিধানসভার ২০০টি আসনের মধ্যে ১৫৬টি আসন পাবে বলে দাবি জানিয়েছে কংগ্রেস। নির্বাচনের চার দিন আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল রাজস্থান কংগ্রেস। ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, মল্লিকার্জুন খাড়গে সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাজস্থানে পরিবর্তন আসতে চলেছে- প্রধানমন্ত্রী মোদী
ভোটমুখী রাজস্থানে এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ‘রাজস্থানের মানুষের কল্যাণ বিজেপির সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, 'এটা রাজস্থানের মানুষের ডাক, বিজেপি সরকার আসছে। রাজস্থানের ভাগ্য তৈরি করবে রাজ্যের মা-বোনেরা । পরিবর্তনের সাক্ষী থকতে চলেছে রাজস্থান।