Advertisment

ভোটের আগে মরুরাজ্যে ঝড় তুললেন মোদী, গেহলট সরকারকে নিশানা করে রাজ্যবাসীকে বড় গ্যারান্টি

রাজস্থানে নির্বাচনী প্রচারে গেহলট সরকারকে ধুয়ে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi, PM Modi in Pali, PM Modi Rajasthan, Rajasthan Assembly elections, PM Modi rally, Congress, Ashok Gehlot, BJP, Rajasthan, Rajasthan news, Rajasthan election news, PM Modi in Rajasthan, latest news, breaking news, red dairy, petrol price

রাজস্থানে নির্বাচনী প্রচারে গেহলট সরকারকে ধুয়ে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী মোদী।

‘মোদীর গ্যারান্টি মানে প্রতিটি কাজ শেষ করার গ্যারান্টি’, রাজস্থানে নির্বাচনী প্রচারে গেহলট সরকারকে ধুয়ে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী মোদী।

Advertisment

প্রধানমন্ত্রী মোদী ভোটমুখী রাজস্থানে গেহলট সরকারকে নিশানা করছেন।  প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, মোদীর গ্যারান্টি মানে প্রতিটি স্বপ্ন পূরণের গ্যারান্টি। এ সময় কংগ্রেসকে কড়া নিশানা করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, কংগ্রেস রাজস্থানে লুটপাটের সরকার চলছে।

রাজস্থানের নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় মোদী বলেন,  বিজেপি সরকারই দেশের মেয়েদের জন্য সেনাবাহিনীর দরজা খুলে দিয়েছে। বিজেপি সব ক্ষেত্রে মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করার চেষ্টা করেছে। এ সময় কংগ্রেসকে কড়া নিশানা করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, কংগ্রেস রাজস্থানে লুটপাটের সরকার চালাচ্ছে। পাশাপাশি কংগ্রেসকে 'অহংকারী, নারীবিরোধী’ বলেও কটাক্ষ করেন মোদী।

রাজস্থানের পালিতে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, "আজ আমরা একটি উন্নত দেশ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জনসভায় ভাষণ দিতে সোমবার (২০ নভেম্বর) রাজস্থানের পালি পৌঁছেছেন। এখানে তিনি   কংগ্রেস ও তার সহযোগীদের তীব্র নিশানা করেন। মোদী  বলেন, "কংগ্রেস এবং তার অহংকারী জোট সনাতন ধর্মকে  ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। সনাতন ধর্ম কে ধ্বংস করা মানে রাজস্থানের সংস্কৃতিকে ধ্বংস করা’ ।

নিশানা করলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলটকেও

মহিলাদের ইস্যু তুলে মোদী বলেন, "নারী বিরোধী কংগ্রেস কখনই মহিলাদের কল্যাণ করতে পারে না। তারা কখনও মহিলাদের রক্ষা করতে পারে না। কংগ্রেস মহিলাদের বিরুদ্ধে অপরাধে রাজস্থানকে পয়লা নম্বরে পরিণত করেছে। এখানে মহিলারা থানায় এসেছেন। মুখ্যমন্ত্রী তাঁদের দায়ের করা অভিযোগকে ভুয়ো বলে অভিহিত করছেন। এখানকার মুখ্যমন্ত্রী মহিলাদের শংসাপত্র দিচ্ছেন যে তারা ভুয়ো মামলা দায়ের  করছেন। এটি মহিলাদের অপমান”।  

'কংগ্রেসের কাছে পরিবারতন্ত্রের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয়'

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, "আজ আমরা একটি উন্নত  দেশ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি। এর জন্য রাজস্থানে উন্নয়নকে অগ্রাধিকার দেয় এমন একটি সরকার প্রয়োজন। কংগ্রেসের কাছে দুর্নীতি ও স্বজনপ্রীতির রাজনীতির চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয়।" তুষ্টির রাজনীতি ছাড়া কংগ্রেস আর কিছুই করে না’।

rajasthan modi
Advertisment