একুশে বাংলায় বিজেপি সরকার: রাজনাথ সিং

"একুশে বাংলায় বিজেপি সরকার আসবে। কাস্তে হাতুড়িও থাকবে না, পাঞ্জাও থাকবে না, তৃণও থাকবে না, মূলও থাকবে না, বাংলায় শুধু পদ্মফুল ফুটবে। বাংলায় বিজেপি ঝড় চলছে।"

"একুশে বাংলায় বিজেপি সরকার আসবে। কাস্তে হাতুড়িও থাকবে না, পাঞ্জাও থাকবে না, তৃণও থাকবে না, মূলও থাকবে না, বাংলায় শুধু পদ্মফুল ফুটবে। বাংলায় বিজেপি ঝড় চলছে।"

author-image
IE Bangla Web Desk
New Update
rajnath singh, রাজনাথ সিং

রাজনাথ সিং, ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

উনিশের ভোট প্রচারে এসে একুশের টার্গেট ঠিক করে দিয়ে গেলেন রাজনাথ সিং। "একুশে বাংলায় বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হবেন," এ মন্তব্যই এদিন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তরবঙ্গের ফালাকাটায় এক সভায় এদিন রাজনাথ বলেন, "একুশে বাংলায় বিজেপি সরকার আসবে। কাস্তে হাতুড়িও থাকবে না, পাঞ্জাও থাকবে না, তৃণও থাকবে না, মূলও থাকবে না, বাংলায় শুধু পদ্মফুল ফুটবে। বাংলায় বিজেপি ঝড় চলছে।"

আরও পড়ুন: তৃণমূল এখন ট্রিপল টি-তৃণমূল তোলাবাজি ট্যাক্স: মোদী

Advertisment

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো রাজনাথও এদিন রাজ্যে ভোট প্রচারে এসে তৃণমূলকে নিশানা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে রাজনাথের আক্রমণ, "তৃণমূল আমলে রাজ্যে গণতন্ত্র শোকতন্ত্রে পরিণত হয়েছে। আগে কংগ্রেস ছিল, পরে ৩৪ বছরের বেশি সময় সিপিএম রাজত্ব করেছে। গত কয়েক বছরে তৃণমূল রাজ্যের ক্ষমতায়। কিন্তু একটা কথা বলুন, তা সত্ত্বেও সোনার বাংলা কাঙাল হয়ে রয়েছে কেন? এ প্রশ্নের কোনও জবাব নেই। সোনার বাংলাকে কাঙাল করেছে। আমরা আবার সোনার বাংলা গড়ব।"

আরও পড়ুন, নাগরিকত্ব বিলকে সমর্থন করুন, মমতাকে আহ্বান মোদীর

Advertisment

ফালাকাটার সভায় রাজনাথ আরো বলেন, "বাংলার মা-মাটি-মানুষ কেউই সুরক্ষিত নয়। দারিদ্র দূরীকরণে ব্যর্থ তৃণমূল সরকার। বাংলায় কোনও বিনিয়োগ আসছে না। একটাও কারখানা খুলেছে তৃণমূল সরকার?" তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে রাজনাথ বলেন, "এখনও পর্যন্ত এ রাজ্যে সবথেকে বেশি রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। প্রায় ১০০ জন বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে। জড়িতদের কাউকেই রেয়াত করা হবে না।"

অন্যদিকে, অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন রাজনাথ। পশ্চিমবঙ্গ ও আসামে আন্তর্জাতিক সীমান্ত সিল করতে বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হবে বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

rajnath singh bjp tmc