Advertisment

Lok Sabha Election 2019: বিজেপিতে কংগ্রেসের উমেশ যাদব, কর্নাটকে আসন রফায় কং-জেডিএস

2019 Lok Sabha Elections:‘‘যখনই ৫৬ ইঞ্চি শোনে, তখনই কংগ্রেসের ঘুম উড়ে যায়। কর্নাটকের সরকার অসহায়। কিন্তু আমার মনে হয়, আপনারা এ ধরনের সরকার কেন্দ্রে চান না।’’

author-image
IE Bangla Web Desk
New Update
loksabha vote 2019, লোকসভা ভোট ২০১৯, উমেশ যাদব

বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা উমেশ যাদব।ছবি: টুইটার।

General Election 2019: লোকসভা ভোটের আগে কংগ্রেসের ঘরে ভাঙন। বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা উমেশ যাদব। বুধবার কর্নাটকের কালাবুর্গিতে মোদীর সভায় কংগ্রেস ছেড়ে বিজেপির ‘হাত’ ধরেন উমেশ। উনিশের ভোটের লড়াইয়ে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গের সঙ্গে টক্কর দিতে পারেন তিনি। কর্নাটকে বিজেপি সভাপতি বিএস ইয়েদুরাপ্পার সামনে বিজেপিতে এদিন যোগ দেন যাদব।

Advertisment


বিজেপিতে যোগ দিয়ে উমেশ যাদব বলেন, ‘‘বিজেপিতে যোগ দিতে পেরে গর্বিত।’’ আবারও প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে ফেরানোর আর্জিও জানান যাদব। সংবাদমাধ্যম পিটিআইকে বিজেপির একটি সূত্র জানিয়েছে, ‘‘লোকসভা ভোটে খাড়গের বিরুদ্ধে যাদবকে প্রার্থী করা হতে পারে।’’

আরও পড়ুন, Lok Sabha Election 2019: এয়ার স্ট্রাইকে মোদী ঢেউ, উনিশে বিজেপিরই পালে হাওয়া: ইয়েদুরাপ্পা

অন্যদিকে, এদিন কালাবুর্গির সভায় কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, ‘‘যখনই ৫৬ ইঞ্চি শোনে, তখনই কংগ্রেসের ঘুম উড়ে যায়। কর্নাটকের সরকার অসহায়। কিন্তু আমার মনে হয়, আপনারা এ ধরনের সরকার কেন্দ্রে চান না। অনেক সময় সামান্য ভুলের জন্য আমাদের বড় মূল্য চোকাতে হয়। কর্নাটকের মানুষের সে অভিজ্ঞতাই হয়েছে বোধহয়।’’ সন্ত্রাস প্রসঙ্গে বিরোধীদের আক্রমণ করে মোদী ফের বলেন, ‘‘বিরোধীরা মোদীকে হঠানোর জন্য একজোট হয়েছে। আর মোদী সন্ত্রাস নির্মূল করার কাজ করছে।’’

এদিকে, লোকসভা ভোটে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে এদিন বৈঠক করেন জেডিএস প্রধান এইচডি দেবেগৌড়া। কর্নাটকে ২৮টি আসনের মধ্যে ১০টিতে লড়ার দাবি জানিয়েছে জেডিএস। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। এ প্রসঙ্গে দেবেগৌড়া বলেন, ‘‘কর্নাটকের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে। এই প্রথম এ নিয়ে দু’দলের সঙ্গে আলোচনা হল। রাজ্যে ২৮টি লোকসভা কেন্দ্র রয়েছে। প্রথমে ১২টি চেয়েছিলাম। আজ বৈঠকে রাহুল গান্ধীকে অনুরোধ করেছি, যাতে আমাদের ১০টি আসন দেওয়া হয়।’’

Read the full story in English

lok sabha 2019 General Election 2019
Advertisment