Advertisment

Sam Pitroda: আসল সমস্যা থেকে নজর সরানোর বিরাট কৌশল, সম্পদের পুনর্বণ্টন প্রশ্নে বিজেপিকেই নিশানা কংগ্রেসের

"দেশের ঐতিহ্যের প্রতি কংগ্রেসের কুদৃষ্টি..." স্যাম পিত্রোদার বক্তব্যকে এভাবেই আক্রমণ বিজেপির।

author-image
IE Bangla Web Desk
New Update
Sam Pitroda

ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদা সম্প্রতি এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। (ফাইল ছবি)

সম্পদের পুনর্বণ্টন নিয়ে পিত্রোদার প্রস্তাবকে আক্রমণ বিজেপির, ভোট আবহে প্রবল অস্বস্তিতে কংগ্রেস শিবির। "দেশের ঐতিহ্যের প্রতি কংগ্রেসের কুদৃষ্টি..." স্যাম পিত্রোদার বক্তব্যকে এভাবেই আক্রমণ বিজেপির। শিকাগোতে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সভাপতি স্যাম পিত্রোদার দেওয়া বিবৃতি ঘিরে দেশজুড়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।

Advertisment

কংগ্রেসও স্যাম পিত্রোদার বক্তব্যকে তাঁর ব্যক্তিগত মতামত বলে দায় এড়িয়েছে। বিজেপি ক্রমাগত এই ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করছে। অমিত শাহ ও জয়বীর শেরগিলের পর এবার রাজ্যসভার সাংসদ শুধাংশু ত্রিবেদীও স্যাম পিত্রোদার বক্তব্যকে কেন্দ্র করে কংগ্রেসকে আক্রমণ করলেন। বিজেপি নেতা বলেছেন যে দেশের ঐতিহ্যের প্রতি কংগ্রেসের কুদৃষ্টি রয়েছে। শুধাংশু ত্রিবেদী বলেন, স্যাম পিত্রোদার বক্তব্য বিদেশী শক্তি দ্বারা অনুপ্রাণিত।

স্যাম পিত্রোদার বক্তব্য নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করেছেন মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। তিনি বলেন, কংগ্রেস শুধু সনাতন বিরোধীই নয়, শিশুবিরোধীও। তিনি আরও বলেন, ইস্তেহারের মাধ্যমে কংগ্রেসের লুকানো এজেন্ডা বেরিয়ে এসেছে। মৃত্যুর পরেও আপনার সম্পত্তি আপনার সন্তানদের কাছে যাবে না। তিনি প্রশ্ন করেন, কংগ্রেস সরকারের অধীনে আপনার সন্তানরা কী আদৌ নিরাপদ!

ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সভাপতি স্যাম পিত্রোদা বলেছেন, ভারতে উত্তরাধিকার কর আরোপ নিয়ে বিতর্ক হওয়া উচিত। তিনি বলেন, আমেরিকায় উত্তরাধিকার কর আছে। কারুর যদি ১০০ মিলিয়ন ডলারের সম্পদ থাকে। তার মৃত্যুর পর তার সম্পত্তির ৪৫ শতাংশ চলে যায় তার সন্তানদের কাছে, আর ৫৫ শতাংশ সরকারের মালিকানায় চলে যায়। এটি একটি খুব আকর্ষণীয় আইন"।

পিত্রোদা আরও বলেন, ভারতে এমন কোনো আইন নেই। এখানে কারো যদি ১০ বিলিয়ন টাকার সম্পদ থাকে। তার মৃত্যুর পর তার সন্তানরা সব সম্পত্তি পায়। জনগণের জন্য কিছুই অবশিষ্ট নেই। আমি মনে করি মানুষের এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা উচিত।

যদিও পিত্রোদার এই বক্তব্য থেকে নিজেকে সরিয়ে নিয়েছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, এই মতামত তাঁর ব্যক্তিগত মতামত। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, তিনি ভারতের উন্নয়নে অসংখ্য, দীর্ঘস্থায়ী অবদান রেখেছেন। তিনি ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সভাপতি। গণতন্ত্রে একজন ব্যক্তি তার ব্যক্তিগত মতামত নিয়ে আলোচনা, বিতর্ক করতেই পারেন। এর মানে এই নয় যে স্যাম পিত্রোদার মতামত সবসময় ভারতীয় জাতীয় কংগ্রেসের অবস্থানকে প্রতিফলিত করে। এখন বিজেপি তার মন্তব্যকে নিয়ে সস্তার রাজনীতি করছে'।

অন্যদিকে, স্যাম পিত্রোদা স্পষ্ট করেছেন যে এই বিষয়গুলি নিয়ে জনগণকে আলোচনা করতে হবে এবং বিতর্ক করতে হবে কংগ্রেস সহ কোনও দলের নীতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।"

CONGRESS
Advertisment