Advertisment

Lok Sabha election: গায়ের রঙে নির্ধারিত হবে মানুষের যোগ্যতা? পিত্রোদার 'বর্ণবিদ্বেষী' মন্তব্য, ফুঁসে উঠলেন মোদী

প্রধানমন্ত্রীর পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রীরাও স্যাম পিত্রোদার মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Sam Pitroda

গায়ের রঙে নির্ধারিত হবে মানুষের যোগ্যতা? পিত্রোদার মন্তব্যের কড়া সমালোচনা

মানুষের যোগ্যতা কি তাদের গায়ের রঙে নির্ধারিত হবে? ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদার মন্তব্যর তুমুল সমালোচনা করলেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রীরাও স্যাম পিত্রোদার মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

Advertisment

লোকসভা নির্বাচনের মাঝেই আলোড়ন ফেলা মন্তব্য করেছেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান স্যাম পিত্রোদা। দ্য স্টেটসম্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে পিত্রোদা বলেছেন, পূর্ব ভারতের মানুষদের দেখতে চিনাদের মতো, পশ্চিম ভারতের মানুষদের আরবের মানুষের মতো, উত্তর ভারতের লোকেদের শ্বেতাঙ্গদের মতো দেখতে এবং দক্ষিণ ভারতের লোকেদের দেখতে আফ্রিকানদের মতো।"

স্যাম পিত্রোদার 'বর্ণবিদ্বেষী' মন্তব্যের জেরে বুধবার এক নির্বাচনী সমাবেশ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'কেউ যদি আমাকে গালি দেয়, আমি তা সহ্য করে নিতে পারি, কিন্তু আমার দেশের মানুষকে অপমান করার অধিকার কংগ্রেসের শাহজাদাকে কে দিয়েছে?' মোদী এদিন বলেন, গায়ের রং যাই হোক না কেন, আমরা কৃষ্ণের পূজারী। গায়ের রঙের উপর ভিত্তি করে যোগ্যতা নির্ধারণ করা হয় কিনা তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের রাষ্ট্রপতি কি আফ্রিকান? প্রশ্ন তুলে রাহুলকে এর জবাব দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

অসমের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতৃত্বাধীন উত্তর পূর্ব গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মাও এদিন স্যাম পিত্রোদার 'বর্ণবিদ্বেষী' মন্তব্যের জেরে কংগ্রেসকে নিশানা করে বলেন, “আমি উত্তর পূর্বের মানুষ। আমাকেএকজন ভারতীয়ের মতো দেখতে। আমাদের দেখতে আলাদা হতে পারে কিন্তু আমরা সবাই এক!” মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন এবং বিবৃতিটিকে "বর্ণবিদ্বেষী" বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, "আমি কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার উত্তর-পূর্বের মানুষের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের নিন্দা করছি। কংগ্রেস সবসময় তাদের ডিভাইড এন্ড রুল নীতি দিয়ে ভারতকে ভাগ করার চেষ্টা করেছে। তবে তাদের অবশ্যই জানা উচিত যে উত্তর-পূর্ব ভারতের একটি অংশ ছিল এবং সর্বদা থাকবে। ভারতের বৈচিত্র্যকে নিয়ে এই ধরনের উপহাস অত্যন্ত অগ্রহণযোগ্য,”।

যদিও কংগ্রেস স্যাম পিত্রোদার এহেন বক্তব্য থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করেছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন “ভারতের বৈচিত্র্যকে চিত্রিত করার জন্য একটি স্যাম পিত্রোদা যে সাদৃশ্যগুলি টেনে এনেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অগ্রহণযোগ্য। ভারতীয় জাতীয় কংগ্রেস এই উপমাকে কোন ভাবেই সমর্থন করে না।"

আমেরিকায় উত্তরাধিকার কর একটি আকর্ষণীয় আইন, পিত্রোদার এমন মন্তব্যের জেরে এর আগে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় কংগ্রেস। মোদী নিজে এই নিয়েও কংগ্রেসকে নিশানা করেন। বিজেপি এই মন্তব্যকে একটি নির্বাচনী ইস্যুতে পরিণত করেছিল, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন যে কংগ্রেস ক্ষমতায় এলে দল দেশে উত্তরাধিকার কর আরোপ করবে এবং সন্তানদের উত্তরাধিকার "ছিনিয়ে নেবে"৷

modi
Advertisment