Advertisment

স্যাম পিত্রোদার বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী

১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গা যেহেতু পাঞ্জাবের মানুষের কাছে গভীর বেদনার জায়গা, ফলে সে সুযোগ কাজে লাগাতে পিত্রোদার মন্তব্যকে কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক ভাবে ব্যবহার করছে গেরুয়া বাহিনী।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi

ফাইল ছবি

১৯৮৪ সালের শিখ দাঙ্গা নিয়ে স্যাম পিত্রোদার হয়েছে তো হয়েচে মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি ব্যাপক আক্রমণ চালাচ্ছে কংগ্রেসের উপর। এই সময়ে দাঁড়িয়ে সোমবার রাহুল গান্ধীর তিরস্কারেরও শিকার হলেন পিত্রোদা। রাহুল বলেছেন, নিজের মন্তব্যের জন্য স্যাম পিত্রোদার লজ্জিত হওয়া উচিত।

Advertisment

পাঞ্জাবের খান্নায় এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে রাহুল বলেন, "১৯৮৪ নিয়ে স্যাম পিত্রোদা যা বলেছেন তা সর্বতো ভাবে ভুল। দেশের কাছে ওঁর ক্ষমা চাওয়া উচিত। আমি এ কথা সবার সামনে যেমন বলছি, তেমনই ফোনে ওঁকেও এ কথাই বলেছি। পিত্রোদাজি, আপনি যা বলেছেন, তা সর্বৈব ভুল এবং আপনার এর জন্য লজ্জিত হওয়া উচিত। আপনার সবার কাছে ক্ষমা চাওয়া উচিত।"

রাহুলের সঙ্গে এ সভায় হাজির ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও। এখানে কংগ্রেসের অমর সিংয়ের হয়ে প্রচারে এসেছিলেন রাহুল। ফতেগড় সাহিব (সংরক্ষিত) কেন্দ্র থেকে অমর সিং লড়ছেন শিরোমণি অকালি দলের প্রার্থী ডিএস গুরুর বিরুদ্ধে।

১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গা যেহেতু পাঞ্জাবের মানুষের কাছে গভীর বেদনার জায়গা, ফলে সে সুযোগ কাজে লাগাতে পিত্রোদার মন্তব্যকে কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক ভাবে ব্যবহার করছে গেরুয়া বাহিনী। পাঞ্জাবে ভোট হবে ১৯ মে।

ইতিমধ্যে পিত্রোদার মন্তব্য নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্য প্রদেশের রতলমে এক সভায় ভাষণ দিতে গিয়ে মোদী বলেছেন পিত্রোদার মন্তব্য কংগ্রেসের অহংকারের প্রকাশ।

মোদী বলেন, হয়েছে তো হয়েছে কেবল তিনটি শব্দ মাত্র নয়, এ থেকে কংগ্রেসের দম্ভ প্রকাশিত হচ্ছে। কংগ্রেসের নেতারা যখন বলছেন হয়েছে তো হয়েছে, দেশের মানুষ বলছেন যথেষ্ট হয়েছে।

তিনি বলেন, "মহামিলাবটি লোকজন বলছেন "হুয়া তো হুয়া, কিন্তু দেশের মানুষ এখন বলছেন, অনেক হয়েছে।"

rahul gandhi
Advertisment