মহারাষ্ট্রের প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম বৃহস্পতিবার তার বহিষ্কারের বিষয়ে কংগ্রেস নেতৃত্বকে 'খোঁচা' দিয়েছেন এবং দাবি করেছেন যে তিনি দলের কাছে পদত্যাগপত্র পাঠানোর পরে দলের তরফে তাকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়। শৃঙ্খলাহীনতা এবং দল বিরোধী মন্তব্যের জেরে বুধবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অবিলম্বে ছয় বছরের জন্য নিরুপমকে দল থেকে বহিষ্কারের সুপারিশে অনুমোদন দিয়েছেন।
Advertisment
বৃহস্পতিবার সকালে টুইটারে একটি পোস্টে মুম্বই কংগ্রেসের প্রাক্তন প্রধান নিরুপম বলেছেন, "মনে হচ্ছে গত রাতে দল আমার পদত্যাগপত্র পাওয়ার পরপরই, তারা আমাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।" এমন তৎপরতা দেখে ভালো লাগলো। খাড়গেকে লেখা চিঠিতে নিরুপম বলেছেন, 'আমি অবশেষে আপনার দীর্ঘ প্রতীক্ষিত ইচ্ছা পূরণ করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি ঘোষণা করছি যে আমি সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি'।
শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী মন্তব্য করার জন্য সঞ্জয় নিরূপমকে বহিষ্কার করল কংগ্রেস ৷ সম্প্রতি মহারাষ্ট্র কংগ্রেসের এই নেতা দলের জোটসঙ্গী উদ্ধব ঠাকরের শিবসেনা শিবিরকে নিশানা করে বিরূপ মন্তব্য করেন ৷ তারপরই মহারাষ্ট্র কংগ্রেস এই নেতার বিরুদ্ধে কঠিন পদক্ষপ করে ৷
মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতি নানা পাটোলে বলেন, "কংগ্রেসের তারকা প্রচারকদের তালিকা থেকে নিরূপমের নাম বাদ দেওয়া হয়েছে ৷ দল এবং রাজ্য কংগ্রেসের বিরুদ্ধে তিনি যে সব কথা বলেছেন, সে জন্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷" সূত্রের খবর, কংগ্রেসের টিকিটে উত্তর-পশ্চিম মুম্বই লোকসভা আসন থেকে লড়তে চেয়েছিলেন সঞ্জয়। কিন্তু সেই আসনে অমল কীর্তিকারকে প্রার্থী ঘোষণা করে দেয় কংগ্রেসের জোটসঙ্গী শিবসেনা। তাতেই চটে যান তিনি। সেই পরিস্থিতিতে উদ্ধবদের সামনে যাতে কংগ্রেস মাথা নত না করে, সেই বার্তা দিয়েছিলেন সঞ্জয়।
বহিষ্কারর পরই কংগ্রেসকে নিশানা করেন তিনি। সঞ্জয় দাবি করেন, কংগ্রেস বর্তমানে সাংগঠনিকভাবে বিপর্যস্ত। একই সঙ্গে সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সহ অনেক নেতাকে তীব্র আক্রমণ করেছেন তিনি। বহিষ্কারের আগেই দল থেকে পদত্যাগ করেছেন বলে জানান তিনি। এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "কংগ্রেস নেতৃত্বের মধ্যে প্রচন্ড অহংকার লক্ষ্য করা যাচ্ছে,"। মুম্বই উত্তর-পশ্চিম আসন থেকে টিকিট না পেয়ে ক্ষুব্ধ সঞ্জয় নিরুপম। এখন শিবসেনা শিন্ডে শিবিরে যোগ দিতে পারেন তিনি বলেও চলছে জল্পনা।