রাজ্যের যে আসনগুলিকে বিজেপি পাখির চোখ করেছে, তার অন্যতম বনগাঁ। মতুয়া মহাসংঘে ইতিমধ্যেই আড়াআড়ি ফাটল ধরাতে পেরেছে কেন্দ্রের শাসকদল, মমতাবালা ঠাকুরের বিরুদ্ধে পদ্মফুলের প্রার্থী হয়েছেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের ছেলে শান্তনু। অন্যদিকে, মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের স্ত্রী মমতাবালা ঠাকুর ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ এবং এবারও তৃণমূলের প্রার্থী।
গেরুয়া শিবিরের প্রচারে উঠে এসেছে দীর্ঘকাল ধরে তামাদি হয়ে থাকা নাগরিকত্ত্বের ইস্যু। সঙ্গে সীমান্তবর্তী জেলা হওয়ায় চাপা মেরুকরণের হাওয়াও বইছে। বাংলায় ভোটের প্রচারে এসে এই কেন্দ্রে জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় জনসমাগমও হয়েছে বিপুল। তাই বনগাঁ নিয়ে রীতিমতো আশায় রয়েছেন মুরলীধর সেন লেনের নেতারা।
শেষ পর্যন্ত বনগাঁর মতুয়া-ভূমিতে শান্তনু ঠাকুর পদ্ম ফোটাতে পারবেন কিনা, তার উত্তর পাওয়া যাবে ২৩ মে। কিন্তু, নির্বাচনের ঠিক আগের দিন জেনে নিন শান্তুনুর ধন-সম্পত্তির পরিমাণ ও ফৌজদারি অতীত (নির্বাচনী হলফনামা অনুসারে)-
প্রার্থীর নাম- শান্তুনু ঠাকুর
দল- বিজেপি
কেন্দ্র- বনগাঁ
শিক্ষাগত যোগ্যতা- কলা বিভাগে স্নাতক, হসপিটালিটি ম্যানেজমেন্টে ডিপ্লোমা
অস্থাবর সম্পত্তির পরিমাণ- ৩৯ লক্ষ ৮০ হাজার টাকা
মামলা- মোট মামলা ৮টি। এর মধ্যে ১২টি গুরুতর ধারা, অন্যান্য ধারা ২৩টি।
স্থাবর সম্পত্তি- হলফনামায় উল্লেখ করা হয়েছে- প্রযোজ্য নয়।