হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই লোকসভা নির্বাচন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কিছুটা ‘অগোছালো’ ইন্ডিয়া জোট। বিরোধী জোট এখনও সারা দেশে লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করতে পারেনি। মহারাষ্ট্রে, আসন সংক্রান্ত চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। এর মাঝেই শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে রবিবার বলেছেন, 'পরবর্তী আসন ভাগাভাগি আলোচনা মহারাষ্ট্রে ২০২৯ সালে হবে'। এর মানে হল কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনে সাংলি আসনে উদ্ধবের প্রার্থী দেওয়ার বিষয়ে 'অসন্তুষ্ট' হলেও সেখান থেকে কোন ভাবেই নিজের অবস্থান বদল করছেন না উদ্ধব।
উল্লেখ্য কংগ্রেস সাংলি এবং দক্ষিণ মধ্য মুম্বই লোকসভা আসন থেকে শিবসেনা প্রার্থী ঘোষণা করার বিষয়ে তার অসন্তোষ প্রকাশ করেছে। ঠাকরে বলেছেন, “মহা বিকাশ আঘাড়ির (এমভিএ) মধ্যে আসন ভাগাভাগির আলোচনায় কোনও বিরোধ নেই। এমভিএ-এর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে দুই-তিন মাসেরও বেশি সময় ধরে বৈঠক চলছে। তারপরই প্রার্থী ঘোষণা চূড়ান্ত করা হয়েছে"। আসন ভাগাভাগি নিয়ে আরও আলোচনা হবে কিনা জানতে চাইলে ঠাকরে বলেন, “হ্যাঁ, আলোচনা হবে, তবে সেটা ২০২৯ সালে।"
কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে আপের দিল্লিতে বিরোধীদের সমাবেশকে চোরেদের মেলা বলে বিজেপির মন্তব্যের প্রেক্ষিপ্তে, ঠাকরে বলেন, "নির্বাচনী বন্ডের তথ্য প্রমাণ করেছে কে আসল চোর। ভারতীয় জনতা পার্টি দুর্নীতিগ্রস্ত জনতা পার্টিতে পরিণত হয়েছে। দলে কেবল দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরাই রয়েছেন"।
অজিত পাওয়ারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টিকে (এনসিপি) কটাক্ষ করে ঠাকরে বলেন, 'সমস্ত চোর এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে'। উদ্ধব ঠাকরে আরও বলেন, বিজেপি যদি মনে করে যে হেমন্ত সোরেন এবং অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে বিরোধীদের ভয় দেখানো যাবে , তাহলে আমি বলতে চাই দেশের সবাই কাপুরুষ নয়"।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির আফগারি নীতি অপব্যবহারের মামলায় গ্রেফতার করেছে ইডি। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের বিরুদ্ধে ইন্ডিয়া অ্যালায়েন্স আজ দিল্লিতে 'লোকতন্ত্র বাঁচাও মহারালি'র আয়োজন করেছে। এই সমাবেশে মহারাষ্ট্র থেকে এনসিপির শরদ পাওয়ার, শিবসেনা ঠাকরে প্রধান উদ্ধব ঠাকরে, কংগ্রেসের রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা উপস্থিত রয়েছেন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল? এই সম্পর্কে বলতে গিয়ে, উদ্ধব ঠাকরে বলেছেন যে 'এই নির্বাচনী বণ্ডের থেকে সাধারণের মনোযোগ সরাতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে'।