Advertisment

'বাংলাকে বাঁচান', বিজেপিতে যোগ দিয়েই আর্জি শিশিরের

গেরুয়া দলে নাম লিখিয়েই মঞ্চে বক্তব্য পেশের সময় 'জয় শ্রীরাম' ধ্বনি দেন বর্ষীয়ান সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শেষ পর্যন্ত জোড়া-ফুল ছেড়ে পদ্ম ফুলে নাম লেখালেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। রবিবার এগরায় অমত শাহের সভামঞ্চে বিজেপিতে যোগ দান করলেন শিশির অধিকারী। মঞ্চে বক্তব্য পেশের সময় 'জয় শ্রীরাম' ধ্বনি দেন তিনি।

Advertisment

অমিত শাহের উপস্থিতিতেই এদিন সভায় ভাষণ দেন শিশির অধিকারী। কাতর আর্জির সুরে তিনি বলেন, 'হিংসা মুক্ত বাংলা গড়ুন। রাজ্যের যুবকরা কাজ চাইছে। কিন্তু পাচ্ছে না। মোদীজি, শাহজি আপনারা বাংলাকে বাঁচান।'

পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অধিকারী পরিবার অন্যতম ভরকেন্দ্র। পরে শিশির অধিকারী বলেন, 'আমি তো দল ছাড়িনি বা ছাড়তেও চায়নি। কিন্তু আমাকে ওরা ওই দল ছাড়তে বাধ্য করল।' বিজেপির সুরে সোনার বাংলা গড়তে ফের সংগ্রাম, লড়াইয়ের ডাক দেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, 'গোটা বাংলায় বিজেপি জিতবে, রাস্তা পরিষ্কার রয়েছে।'

আরও পড়ুন- ‘৫ বছরে অনুপ্রবেশকারীমুক্ত বাংলা গড়ব’, এগরায় শাহী প্রতিশ্রুতি

এর আগে নিজের বাড়ি থেকে বিজেপির প্রচার সভায় যাওয়ার সময় সংবাদ মাধ্যমে শিশিরবাবু তৃণমূল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, 'ওরা যা পারে করুক। আমিও যা ইচ্ছে করবো। আমি শুভেন্দুর কথা মত বিজেপির সভায় যাচ্ছি। এতদিন একটা ফ্যাক্টরিতে ছিলাম। এবার ফের লড়াই করবো। মেদিনীপুরের ইজ্জত বাঁচাতে লড়াই চালাবো। তৃণমূলের পদ কোথায় নিয়ে গিয়েছে ওরা জানে। আমরা ফুটপাথের লোক, লড়াই সংগ্রাম যুদ্ধ করেছি। আবারও করব।' বিজেপির হয়ে কী তিনি প্রচার করবেন? নন্দীগ্রামে কী হবে? জবাবে তৃণমূল সাংসদ বলেন, 'বিজেপির হয়ে প্রচারে এখন আর কোনও বাধা নেই তো। বললেই করব। শুভেন্দুতো সব বলেছে। ওর কথা মত সব হবে। নন্দীগ্রামে শুভেন্দু জিতবে। গোটা বাংলায় তৃণমূল সাফ হয়ে যাবে।'

আরও পড়ুন- ‘আমি একটা বড় গাধা,ওরা করে খেলেও বুঝিনি’, শুভেন্দুগড়ে নিশানা মমতার

বাংলায় পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই অধিকারী পরিবারকে নিশানা করেছে তৃণমূল। অধিকারী পরিবারের দলত্যাগী মেজ ছেলেকে 'গদ্দার-মীরজাফর' বলে তোপ দেগহেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে পূর্ব মেদিনীপুরের পদ্ম ফোটে তা দেখারও কথা বলেছেন। সেই সূত্রেই এদিন শিশির অধিকারী বলেন, 'ওরা যা পারে করুক। আমিও যা ইচ্ছে করবো।' শিশিরবাবুর কথায়, 'আমার গোটা পরিবারকে আক্রমণ করা হয়েছে। বাপ-বাপান্ত করছে। ওরাই আমাকে দূরে সরিয়ে দিয়েছে। তাই আমার বিজেপিতে যাওয়া ছাড়া কোনও উপায়ও ছিল না।'

তৃণমূল নেত্রীকে এদিন 'জমিদার' বলেও কটাক্ষ করেন শিশির অধিকারী। মানুষ আসন্ন ভোটে তৃণমূলকে কড়া জবাব দেবেন বলে মনে করেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp amit shah Sisir Adhikari West Bengal Election 2021
Advertisment