Advertisment

Prajwal Revanna Arrest: দেশে ফেরার সঙ্গে সঙ্গেই গ্রেফতার দেবেগৌড়ার নাতি, SIT-র ম্যারাথন জেরার মুখে প্রজ্জ্বল রেভান্না

গ্রেফতার যৌন নির্যাতন মামলার মূল অভিযুক্ত হাসানের বরখাস্ত সাংসদ প্রজ্জ্বল রেভান্না।

author-image
IE Bangla Web Desk
New Update
Prajwal Revanna, SIT, medical test, Rape case, JDS, BENGALURU RAPE CASE,

দেশে ফেরার সঙ্গে সঙ্গেই গ্রেফতার দেবেগৌড়ার নাতি, SIT-র ম্যারাথন জেরার মুখে প্রজ্জ্বল রেভান্না

Prajwal Revanna Case: মিউনিখ থেকে বেঙ্গালুরুতে ফেরার সঙ্গে সঙ্গেই গ্রেফতার যৌন নির্যাতন মামলার মূল অভিযুক্ত হাসানের বরখাস্ত সাংসদ প্রজ্জ্বল রেভান্না। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে দেবেগৌড়ার নাতিকে। তাকে আপত্তিকর ভিডিও মামলায় জিজ্ঞাসাবাদ করবে SIT, আজ আদালতে হাজির করা হবে হাসানের বরখাস্ত সাংসদকে।

Advertisment

শ'য়ে শ'য়ে মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে প্রজ্জ্বলের বিরুদ্ধে। এপ্রিলে দেশ ছেড়ে জার্মানি পালিয়ে যান প্রজ্জ্বল রেভান্না। কর্ণাটকের হাসানের সাংসদ প্রজ্জ্বল রেভান্না শুক্রবার (৩১ মে) ভোরে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পুলিশ তাকে গ্রেফতার করে। বরখাস্ত জেডিএস সাংসদের বিরুদ্ধে ২৯০০-র বেশি মহিলাকে যৌন নির্যাতন এবং সেই সংক্রান্ত ভিডিও তুলে রাখার ও ব্ল্যাকমেলিংয়ে অভিযোগ রয়েছে। লোকসভা ভোটের মাঝেই সেই সব ভিডিও ভাইরাল হয়। প্রায় সঙ্গে সঙ্গেই তিনি দেশ ছেড়ে পালিয়ে জার্মানিতে চলে যান।

কর্ণাটক পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) রেভান্নার ভারতে আসার বিষয়ে ইন্টারপোলের কাছ থেকে তথ্য পায়। এর পরে, এসআইটি, বেঙ্গালুরু পুলিশ এবং ইমিগ্রেশন আধিকারিকরা শুক্রবার ভোরে বিমানবন্দরে পৌঁছান এবং রেভান্নাকে বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে গ্রেফতার করে। তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই হাসানের সাংসদকে হেফাজতে নিয়েছে এবং এখন ভাইরাল ভিডিওর বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন - < Bhangar Chaos: আবারও বোমাবাজি ভাঙড়ে, রেহাই নেই শিশুরও, আতঙ্কের এলাকায় অশান্তির স্রোত >

যৌন নির্যাতনের অভিযোগে সাসপেন্ড হওয়া জেডিএস সাংসদ রেভান্নাকে নিয়ে বেঙ্গালুরুতে সিআইডি অফিসে পৌঁছেছে SIT-র আধিকারিকরা। এখন তাকে জিজ্ঞাসাবাদ করে অপরাধে জড়িত বাকিদের নাম জানার চেষ্টা করবে তদন্তকারী আধিকারিকরা। এদিকে বুধবার স্থানীয় আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন প্রজ্জ্বল। শুক্রবার সকাল পর্যন্ত এই সংক্রান্ত মুলতবি করেছেন আদালত। আজ সকালেই তাকে আদালতে পেশ করবেন সিটের আধিকারিকরা।

karnataka Sexual harassment Prajwal Revanna SIT
Advertisment