Prajwal Revanna: দেশে ফিরছেন ধর্ষণ মামলায় অভিযুক্ত দেবেগৌড়ার নাতি, প্রজ্জ্বলের বিরুদ্ধে 'অ্যাকশনে' সিট

কর্ণাটক পুলিশের একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) হাসানের বিদায়ী সাংসদ প্রজ্জ্বল বিরুদ্ধে ধর্ষণের তিনটি মামলার তদন্ত করছে।

কর্ণাটক পুলিশের একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) হাসানের বিদায়ী সাংসদ প্রজ্জ্বল বিরুদ্ধে ধর্ষণের তিনটি মামলার তদন্ত করছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Prajwal Revanna

যৌন নিপীড়নের রেকর্ডিংয়ে প্রজ্বল রেভান্নার মুখ দেখা যাচ্ছে না, এসআইটি এমপির বিরুদ্ধে মামলা প্রতিষ্ঠার জন্য ভিডিওতে থাকা কণ্ঠের মতো শারীরিক গুণাবলী এবং শব্দগুলি দেখছে।

rape accused Karnataka MP Prajwal Revanna: রেভান্নার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে উত্তাল রাজ্য-রাজনীতি। বিশেষ তদন্তকারী দল (SIT) সূত্রের খবর, JD(S) সুপ্রিমো এইচডি দেবগৌড়ার ৩৩ বছর বয়সী নাতি প্রজ্জ্বলের ৩১ মে বেঙ্গালুরু পৌঁছানোর কথা। সেদিনই তাকে গ্রেফতার করা হতে পারে বলেই সিট সূত্রে জানা গিয়েছে।

Advertisment

কর্ণাটক পুলিশের একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) হাসানের বিদায়ী সাংসদ প্রজ্জ্বল বিরুদ্ধে ধর্ষণের তিনটি মামলার তদন্ত করছে। সাংসদের প্রত্যাবর্তনের আগেই সমস্ত প্রমাণ সিট সংগ্রহ করেছে বলেও জানা গিয়েছে। .

প্রজওয়াল রেভান্না লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোটের পরই ২৭ এপ্রিল দেশ ছেড়েছিলেন এবং কথিত যৌন নির্যাতনের ঘটনাগুলির ভিডিও প্রকাশের পরে, জার্মানির মিউনিখ থেকে শুক্রবার ১২টা ৩৫ মিনিটে বিমান বন্দরে নামবেন বলেই সরাকারি সূত্র জানিয়েছে। ইতিমধ্যেই প্রজ্জ্বলের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

Advertisment

আরও পড়ুন - < Manmohan Singh On Modi: ‘কখনও সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করিনি’! খোলা চিঠিতে মোদীকে খোঁচা মনমোহন সিংয়ের >

যদিও ২৪-এর লোকসভা নির্বাচনে এনডিএ প্রার্থীর বিরুদ্ধে দায়ের করা ধর্ষণের তিনটি এফআইআর-এর প্রাথমিক প্রমাণ হল যৌন নির্যাতনের শিকার তিনজন SIT-কে দেওয়া বিবৃতি। সেই সঙ্গে সিটের হাতে রয়েছে প্রায় ২৯০০-র বেশি ভিডিও ক্লিপিং। বুধবার, তদন্তকারী আধিকারিকরা প্রজ্জ্বলের ব্যবহৃত বিছানা, এবং অন্যান্য আসবাবপত্র বাজেয়াপ্ত করেছে। রেভান্না তার বিরুদ্ধে SIT-র তরফে দায়ের করা তিনটি যৌন নির্যাতন মামলায় বুধবার আগাম জামিনের আবেদন করেছেন ।

JDS loksabha election 2024 Prajwal Revanna