K L Sharma Wins: সম্মানের লড়াইয়ে জয়ী হয়েছে কংগ্রেস। আমেঠি থেকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মা । আমেঠিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির হারের বিষয়ে মন্তব্য করার সময় সময় কিশোরী লাল শর্মার মেয়ে অঞ্জলি বিজেপি নেত্রীর করা ভোটের আগে মন্তব্যকে টেনে তাকে আক্রমণ করেন। অঞ্জলি বলেন, 'আমাকে বাবাকে বাবাকে পিয়ন বা চাকর বা কর্মচারী বলতে পারেন কিন্তু ফলাফল এখন সবার সামনে' ।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের অমেঠি আসনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিপুল ভোটে হারিয়ে জয়লাভ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে পুরো চিত্রটাই পাল্টে গেল। এবারেও অমেঠী কেন্দ্রে দাঁড়িয়ে ছিলেন স্মৃতি ইরানি। তবে, তাঁর বিপরীতে ছিলেন কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মা। দেড় লক্ষেরও বেশি ভোটে কংগ্রেস প্রার্থীর কাছে হারতে হয় স্মৃতি ইরানিকে।
শর্মা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ সহযোগী। যিনি রায়বরেলি, আমেঠি উভয় আসনের দায়িত্ব সামলেছেন দীর্ঘ সময় ধরে। আমেঠি দীর্ঘকাল ধরে গান্ধী পরিবারের শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটে রাহুল গান্ধীকে ৫৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ২৪-এ প্রথমবারের মতো ছিল যে গান্ধী পরিবারের কোন সদস্য আমেঠি লোকসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।
আরও পড়ুন : < Naidu’s big demand: বিজেপি সংখ্যা কম পেতেই নাইডুর ব্যাপক বায়নাক্কা! ঠেলায় অস্থির খোদ মোদীও >
আমেঠি জয়ের বিষয়ে মন্তব্য করে শর্মা বলেন, এটা আমেঠির জনগণ এবং গান্ধী পরিবারের জয়। কিশোরী লালের মেয়ে বলেন, আমাদের ফোকাস থাকবে নারী, কৃষক ও যুব সমাজের অধিকার নিশ্চিত করার উপর। আমেঠি লোকসভা আসনে কিশোরী লাল শর্মা পেয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ২২৮ ভোট। যেখানে স্মৃতি ইরানি পেয়েছেন ৩ লাখ ৭২ হাজার ৩২ ভোট। স্মৃতিকে ১ লাখ ৬৭ হাজার ১৯৬ ভোটে পরাজিত করেন কিশোরী লাল।