Advertisment

Lok Sabha Election 2024: কংগ্রেসকে আর্থিকভাবে পঙ্গু করার চেষ্টা করছে মোদী সরকার, প্রধানমন্ত্রীকে নিশানা সনিয়ার

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে জোর করে টাকা নেওয়ার অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
sonia gandhi, mallikarjun kharge, congress seats, chandigarh, lok sabha elections, indian express

সোনিয়া গান্ধী ও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। (পিটিআই ছবি)

লোকসভা ভোটের আগে মোদীকে সরাসরি নিশানা করলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে সনিয়া বলেন, "কংগ্রেসকে আর্থিকভাবে পঙ্গু করার একটি পদ্ধতিগত চেষ্টা চালিয়ে যাচ্ছে মোদী সরকার"।

Advertisment

এক সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় দলের তরফে সনিয়া- রাহুল এবং দলের সভাপতি মল্লিকার্জুন খড়গে লোকসভা নির্বাচনের আগে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার কথা উল্লেখ করে মোদী সরকারকে আক্রমণ করেন। সনিয়া বলেন, এটা কেবল দলের জন্য নয় বরং দেশের গণতন্ত্রে এক সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।"

ফেব্রুয়ারিতে, লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে, কংগ্রেস ঘোষণা করেছিল ২১০ কোটি টাকার ট্যাক্স দাবি নিয়ে বিরোধের জেরে আয়কর বিভাগ দলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করেছে। বৃহস্পতিবারের ব্রিফিংয়ের সময়, সনিয়া গান্ধী অভিযোগ করেন যে "তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে জোর করে টাকা নেওয়া হচ্ছে। "এমনকি এই চ্যালেঞ্জগুলির মধ্যেও আমরা আমাদের প্রচারপর্ব চালিয়ে যাওয়ার যথাসাধ্য চেষ্টা করছি,"।

'ইলেক্টোরাল বন্ড থেকে লাভবান বিজেপি'
সনিয়া বলেন, 'এই সব চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও আমরা আমাদের নির্বাচনী প্রচার চালিয়ে যাওয়ার যথাসাধ্য চেষ্টা করছি। একদিকে 'ইলেক্টোরাল বন্ড'-এর প্রসঙ্গ, যাকে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। সকলেই জানেন, বিজেপি নির্বাচনী বন্ড থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছে। অন্যদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেসকে আর্থিক ভাবে পঙ্গু করার চেষ্টা চলছে। আমরা সকলেই বিশ্বাস করি যে এটি নজিরবিহীন এবং অগণতান্ত্রিক।

দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন,"বিজেপি কীভাবে কিছু কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছে তা উল্লেখ করতে চাই না। যেহেতু সুপ্রিম কোর্ট বিষয়টি তদন্ত করছে, আমি আশা করি শীঘ্রই সত্য আমাদের সামনে আসবে। আমি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির কাছে আবেদন করছি যে তারা যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, তাহলে তাদের উচিত আমাদের অবাধে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি অ্যাক্সেস করার অনুমতি দেওয়া"৷

খড়গে আরও বলেন, বিজেপি কত নগদ অনুদান পেয়েছে তার কোন হিসাব নেই। বিজ্ঞাপন বা মিডিয়ার নিয়ন্ত্রণ সবেতেই বিজেপির একচেটিয়া আধিপত্য রয়েছে।

কংগ্রেসকে পঙ্গু করার চেষ্টা: সনিয়া
অন্যদিকে কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সনিয়া গান্ধীও বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি বলেন, কংগ্রেসকে পঙ্গু করার চেষ্টা চলছে। প্রচারের জন্য আমাদের কাছে টাকা নেই। তিনি বলেন, 'যদি এমন হয় তাহলে বিরোধীরা কীভাবে নির্বাচনে লড়বে'?

নির্বাচন কমিশনও মুখ খোলেনি: রাহুল গান্ধী
কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন রাহুল গান্ধীও। রাহুল বলেন, আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন মুখ খোলেনি। তিনি বলেন, এটা কংগ্রেসের হিসাবের বিষয় নয়, এটা গণতন্ত্র হত্যার বিষয়।

প্রচারে অসুবিধা
রাহুল বলেন, টাকার অভাবে আমরা প্রচার চালাতে পারছি না। আমাদের প্রার্থীরা বিমান বা ট্রেনের টিকিটও পাচ্ছেন না। প্রচার বন্ধ করতে কংগ্রেসের উপর এই আক্রমণ করা হচ্ছে।

loksabha election 2024
Advertisment