Advertisment

নজরে লোকসভা ভোট, এ মাসেই আমেঠি ও রায়বরেলি সফর রাহুল-সোনিয়ার

আগামী ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরপ্রদেশে পা রাখছেন সোনিয়া-রাহুল। লোকসভা ভোটের আগে নিজেদের গড় রায়বরেলি ও আমেঠিতে প্রচার ঝালিয়ে নিতেই তাঁদের এই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।

author-image
IE Bangla Web Desk
New Update
sonia-rahul, সোনিয়া-রাহুল

সোনিয়া ও রাহুল গান্ধী। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ মাসেই নিজেদের লোকসভা কেন্দ্রে রওনা দিচ্ছেন সোনিয়া ও রাহুল গান্ধী। আগামী ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরপ্রদেশে পা রাখছেন সোনিয়া-রাহুল। লোকসভা ভোটের আগে নিজেদের গড় রায়বরেলি ও আমেঠিতে প্রচার ঝালিয়ে নিতেই তাঁদের এই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, সপা-বসপা জোট ঘোষণার পর উত্তরপ্রদেশে একলা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। সে রাজ্যের ৮০টি লোকসভা কেন্দ্রেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন রাহুলরা।

Advertisment

দু’দিনের সফরে আমেঠিতে বেশ কিছু কর্মসূচি করার কথা রাহুল গান্ধীর। জেলাস্তরে দলীয় বৈঠকও করতে পারেন কংগ্রেস সভাপতি। এমনটাই জানিয়েছেন আমেঠি জেলা কংগ্রেসের মুখপাত্র অনিল সিং। অন্যদিকে, রায়বরেলিতেও একাধিক কর্মসূচি রয়েছে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর। জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা সোনিয়ারও।

আরও পড়ুন, লোকসভা ভোটের প্রচারে উত্তরপ্রদেশে ১২টি সভা রাহুলের

আগামী ২৩ জানুয়ারি ফুরসতগঞ্জ বিমানবন্দরে নামবেন রাহুল-সোনিয়া। সেখান থেকেই তাঁরা নিজেদের লোকসভা কেন্দ্রে রওনা দেবেন। আগামী ২৪ জানুয়ারি দিল্লি ফিরে যাবেন সোনিয়া-রাহুল।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে ৮০টি কেন্দ্রের মধ্যে ৩৮টি আসনে একসঙ্গে লড়বে সপা-বসপা। জোটে কংগ্রেসকে সঙ্গে না নিলেও কংগ্রেসি ঐতিহ্যের কথা মাথায় রেখে আমেঠি ও রায়বরেলি, এই দুই কেন্দ্রে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বসপা সুপ্রিমো মায়াবতী। ওই দুই কেন্দ্রে কার্যত একচ্ছত্র আধিপত্য সোনিয়া ও রাহুল গান্ধীর। অন্যদিকে, ভোট পরবর্তী সময়ে জোটে ফেরার বিষয়টি ভেবে দেখতে পারে কংগ্রেস। এ প্রসঙ্গে কংগ্রেসের গুলাম নবি আজাদ বলেছেন, জাতীয় স্তরে সব ধর্মনিরপেক্ষ আঞ্চলিক দলকেই স্বাগত জানাবে কংগ্রেস।

Read the full story in English

rahul gandhi lok sabha 2019 sonia gandhi
Advertisment