'আমি আমার ছেলেকে আপনাদের হাতে তুলে দিচ্ছি, কথা দিচ্ছি ও আপনাদের নিরাশ করবে না'। রায়বেরেলিতে পা দিয়েই স্মৃতি বিজড়িত আসনে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী।
শারীরিক অসুস্থতার কারণে এবার লোকসভার লড়াই থেকে সরে দাঁড়ালেও রায়বেরেলিতে ছেলের হয়ে প্রচারে পা দিয়েই যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন সনিয়া। শুক্রবার রাহুলের সমর্থনে রায়বেরেলিতে একটি জনসভা করেন সনিয়া। সেই জনসভা থেকে ধরা গলায় সনিয়া বলেন, 'আমি আমার ছেলেকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। মঞ্চে তখন মায়ের সামনে হাত জোড় করে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধী। ঠিক তার পাশেই ছিলেন প্রিয়াঙ্কা। মুহূর্তেই আবেগে ভাসল সেই জনসভা।
সনিয়া গান্ধী বলেন, 'রাহুলকে আপনারা নিজের মনে করতে পারেন। যেমন আপনারা আমাকে নিজের বলে মনে করতেন। রাহুল আপনাকে নিরাশ করবে না।' তিনি আরও, 'অনেকদিন পর আপনাদের মাঝে আসার সুযোগ পেয়ে আমি খুশি'। সনিয়া গান্ধী বলেন, 'এখানে শুধু স্মৃতিই নয়, আমার পরিবারের শিকড় এই মাটির সঙ্গে মিশে আছে গত একশো বছর ধরে। যা আজও অটুট রয়েছে'।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতিচারণ করতে গিয়ে, সনিয়া বলেন, 'ইন্দিরাজি তাঁর হৃদয়ে রায়বেরেলিকে একটি বিশেষ জায়গা দিয়েছিলেন। এখানকার মানুষের প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা'। প্রাক্তন কংগ্রেস সভানেত্রী বলেন, 'আমি রাহুল এবং প্রিয়াঙ্কাকে একই শিক্ষা দিয়েছিলাম যা ইন্দিরাজি এবং রায়বেরেলির মানুষ আমাকে দিয়েছিলেন - সবাইকে সম্মান করুন, দুর্বলদের রক্ষা করুন, অন্যায়ের বিরুদ্ধে মানুষের অধিকারের জন্য লড়াই করুন। যদি লড়াই করতে হয়, লড়াই কর, ভয় পেও না, কারণ তোমার সংগ্রামের শিকড় ও ঐতিহ্য অনেক গভীরে'।
কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী, এসপি প্রধান অখিলেশ যাদব এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও সভায় বক্তব্য রাখেন। রাহুল গান্ধী দাবি করেছেন এবার জোট সরকার ক্ষমতায় আসছে। মোদী সরকারের পতন অনিবার্য।