শেষ পর্যন্ত খাসতালুকেই আক্রান্ত অধিকারী পরিবারের ছোট ছেলে তথা বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। অভিযোগ, পূর্ব মেদিনীপুরের সাবাজপুটে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীবাহিনী ব্যাপক ভাঙচুর চালায় সৌমেন্দু অধিকারীর গাড়িতে। মারধর করা হয় তাঁর গাড়ির চালককেও। এই ঘটনার দন্য তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন কাঁথি পুরসভার প্রাক্তন পুরপ্রধান। যদিও অভিযোগ নস্যাৎ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
সৌমেন্দু জানিয়েছেন, তৃণমূলের ব্লক সভাপতি রামগোবিন্দ দাসের নেতৃত্বে বুথ জ্যাম করার খবর পেয়ে সাবাজপুট গিয়েছিলেন তিনি। সেই সময়ই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক হামলা চালিয়েছে তাঁর গাড়িতে। কাঁথি থানার আইসি-র সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতার অভিযোগ তোলেন সৌমেন্দু। অভিযুক্তদের গ্রেফতারের না করা না পর্যন্ত তিনি ঘটনাস্থল ছাড়বেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রথম দফার ভোটগ্রহণের দিন বেলা গড়াতেই দুই মেদিনীপুরের একাধিক বুথে অশান্তির খবর প্রকাশ্যে আসে। শালবনিতে আক্রান্ত হন বামপ্রার্থী। এসবের মধ্যেই প্রার্থীর নির্বাচনী এজেন্ট হওয়ায় এদিন সকালে একাধিক বুথে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছিলেন তিনি। যান পূর্ব মেদিনীপুরের সাবাজপুটে। সেখানে তাঁকে দেখেই উত্তেজনা ছড়ায়। কিছুক্ষণের মধ্যেই আক্রান্ত হন সৌমেন্দু অধিকারী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন