দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ১ লা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। আর জেল থেকে বেরিয়েই কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে প্রচারে ঝড় তুলেছেন। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি ১৪০ কোটি ভারতীয়র কাছে দেশকে স্বৈরতন্ত্রের হাত থেকে মুক্ত করতে তাঁর হাত শক্ত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি দেশের মানুষের সামনে মোদী সরকারের গোপন এজেন্ডা ফাঁস করে বলেন, মোদী 'এক দেশ এক নেতা' এই ভাবনাকে সামনে রেখে এগোচ্ছেন। বিজেপি সরকার ক্ষমতায় এলে সকল বিরোধী নেতাকে জেলে ভরা হবে বলেও দাবি করেন তিনি। আজ ফের প্রচারে বিজেপি সরকারকে নিশানা করে কেজরিওয়াল তাঁর ১০ গ্যারান্টির কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিজেপি তাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।
দিল্লিতে, আম আদমি পার্টি (এএপি) রবিবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেছে। এদিকে, AAP আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে 'আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরানো গ্যারান্টির উপর জোর দিতে চাই। তিনি বলেছিলেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে তা হয়নি। দুই কোটি বেকারকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তাও বাস্তবে হয়নি।২০২২ সালের মধ্যে বুলেট ট্রেন চালানোর কথা ছিল, কিন্তু সেটাও মোদী সরকার করতে পারেনি'।
তিনি আরও বলেন, আমরা গ্যারান্টি দিয়েছিলাম যে স্কুল, মহল্লা ক্লিনিক, বিনামূল্যে বিদ্যুৎ। তার সব কটি আমরা পূরণ করেছি। তিনি এদিন মোদীকে নিশানা করে বলেন, মোদী নয় একমাত্র কেজরিওয়ালই গ্যারান্টি পূরণ করতে পারেন'।
আম আদমি পার্টির গ্যারান্টি
-দেশে ২৪ ঘণ্টা বিদ্যুতের ব্যবস্থা থাকবে এবং গরিবরা বিনামূল্যে বিদ্যুৎ পাবে।
-প্রতিটি গ্রামে আধুনিক স্কুল গড়ে তোলা হবে। এদেশে প্রতিটি শিশুর জন্য সুষ্ঠু ও বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে।
-প্রতিটি গ্রাম ও প্রতিটি ব্লকে মহল্লা ক্লিনিক স্থাপন করা হবে। প্রতিটি জেলায় মাল্টি-স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হবে।
-চিন যে ভূমি দখল করেছে তা ফিরিয়ে আনা হবে।
-অগ্নিবীর প্রকল্প বন্ধ করা হবে, সেনাবাহিনীতে স্থায়ী চাকরির ব্যবস্থা।
-স্বামীনাথন কমিটির সুপারিশ অনুযায়ী কৃষকরা তাদের সব ফসলের দাম পাবে।
-এক বছরে দুই কোটি চাকরির নিশ্চয়তা।
-দুর্নীতি হল বিজেপির ওয়াশিং মেশিন। এটি দেশের দুর্নীতির সবচেয়ে বড় উৎস। এই বর্তমান ব্যবস্থা বিলুপ্ত করা হবে। দিল্লি ও পাঞ্জাবের -আদলে দুর্নীতি থেকে মুক্তি পাবে দেশ
-ব্যবসায়ীদের GST সরলীকরণ করা হবে।
-দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া