Advertisment

রবিবার শীতলকুচি যাচ্ছেন মমতা, শাহর ইস্তফা দাবি

কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শীতলকুচিতে প্রাণ গিয়েছে ৪ জনের। আর এতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর 'চক্রান্ত' রয়েছে বলে দাবি করেন তৃণমূল নেত্রী। অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
সাত বিধানসভা কেন্দ্রে দ্রুত উপনির্বাচনের দাবিতে কমিশনে তৃণমূল

ভবানীপুর-সহ রাজ্যের সাত বিধানসভা কেন্দ্রে দ্রুত উপনির্বাচনের দাবিতে বৃহস্পতিবার দিল্লিতে নির্বাচন কমিশনে গেল তৃণমূলের প্রতিনিধি দল।

রক্তাক্ত চতুর্থ দফা। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ গিয়েছে ৪ জনের। আর এতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর 'চক্রান্ত' রয়েছে বলে হিঙ্গলগঞ্জের প্রচারে দাবি করেন তৃণমূল নেত্রী। পরে বনগাঁর সভায় শীতলকুচির ঘটনার জন্য অমিত শাহের ইস্তফা দাবি করেন মমতা। রবিবার রাজ্যজুড়ে প্রতিবাদ সভা করবে তৃণমূল। এছাড়া, আজই উত্তরবঙ্গ রওনা হচ্ছেন মমতা। রবিবার যাবেন শীতলকুচিতে।

Advertisment

অশান্তির মাঝেই শীতলকুচির ১২৬ নম্বর বুথে ভোট গ্রহন স্থগিত রাখলো নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। তাঁর সুপারিশের ভিত্তিতে স্থগিত রাখা হল।

শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর ঘটনায় উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতির। 'আত্মরক্ষার্থে'ই কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে বলে জানিয়েছে কমিশন। ভোট নিয়ন্ত্রক সংস্থার এই জবাবকে 'লজ্জা করে না, ছি ছি!!!' বলে তোপ দেগেছেন তৃণমূল নেত্রী।

মর্মান্তিক ঘটনা তুলে ধরে মমতার দাবি, 'বিজেপি জানে ওরা হেরে গিয়েছে, তাই ভোটারদের গুলি করে মারছে, কর্মীদের গুলি করে মারছে। লজ্জাও করে না! আমি তবু মানুষকে বলব শান্ত থেকে ভোট নির্বিঘ্নে পালন করুন, কোনও অশান্তিতে যাবেন না।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee election commission West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021 Sitalkuchi
Advertisment