Advertisment

Arvind Kejriwal Message: কেজরিওয়ালের ৬ গ্যারান্টিতেই অক্সিজেন পেল বিরোধী জোট, পদ্মশিবিরের ঘুম কাড়ল এক চিঠি'ই!

লোকসভা নির্বাচনের আগে তাঁর এই ঘোষণা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত ইন্ডিয়া জোটের সমাবেশে কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল তাঁর চিঠি পড়ার সময় কেজরির এই ৬ গ্যারান্টির কথা উল্লেখ করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Sunita Kejriwal INDIA rally

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল রবিবার নয়াদিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া ব্লকের সমাবেশে ভাষণ দিচ্ছেন৷ (এক্সপ্রেস ছবি)

লোকসভা ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালের ৬ গ্যারান্টি!

Advertisment

দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ইডি হেফাজতের মধ্যে থেকেও আসন্ন লোকসভা নির্বাচনে দেশের মানুষকে ৬ টি গ্যারান্টি দিয়েছেন। যার মধ্যে রয়েছে সারা দেশে দরিদ্রদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ, মহল্লা ক্লিনিক এবং দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া।

লোকসভা নির্বাচনের আগে তাঁর এই ঘোষণা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত ইন্ডিয়া জোটের সমাবেশে কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল তাঁর চিঠি পড়ার সময় কেজরির এই ৬ গ্যারান্টির কথা উল্লেখ করেন।
সুনিতা কেজরিওয়াল প্রথমবারের মতো রাজনৈতিক মঞ্চে থেকে স্বামী কেজরিওয়ালের পাঠানো ৬ গ্যারান্টির কথা উল্লেখ করে বলেন, 'আমি জানতে চাই কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার স্বামীকে জেলে পুড়লেন? প্রধানমন্ত্রী কি সঠিক কাজ করেছেন? বিজেপি বলছে, কেজরিওয়াল জেলে, তার পদত্যাগ করা উচিত। তার কি পদত্যাগ করা উচিত? কেজরিওয়ালকে বেশিদিন জেলে রাখতে পারবে না। কোটি মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন কেজরিওয়াল'।।

ছয়টি গ্যারান্টির ঘোষণা

এ সময় অরবিন্দ কেজরিওয়ালের চিঠি পড়ে শোনান সুনিতা কেজরিওয়াল। চিঠিতে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, আমি ছয়টি গ্যারান্টি দিচ্ছি। প্রথমত, সারা দেশে ২৪ ঘণ্টা বিদ্যুৎ দেব। কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে না। দ্বিতীয়ত আমরা সারা দেশে গরিবদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করব।

তৃতীয়ত আমরা প্রতিটি গ্রামে এবং প্রতিটি এলাকায় চমৎকার স্কুল তৈরি করব। চতুর্থত প্রতিটি গ্রামে ও এলাকায় মহল্লা ক্লিনিক নির্মাণ করা হবে এবং প্রতিটি জেলায় উন্নত মানের সরকারি হাসপাতাল নির্মাণ করা হবে। আমরা দেশের প্রতিটি মানুষের জন্য উন্নত ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করব।

পঞ্চম গ্যারান্টির কথা উল্লেখ করে সুনিতা ঘোষণা করেন, স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ফসলের উপর কৃষকদের MSP দেওয়া হবে। ষষ্ঠ গ্যারান্টির উল্লেখ করে সুনিতা কেজরিওয়াল বলেন, 'দিল্লিতে মানুষ অবিচারের শিকার হয়েছে। তাদের নির্বাচিত সরকার পঙ্গু হয়ে গেছে। দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার কথা চিঠিতে জানিয়েছেন কেজরিওয়াল।

Arvind Kejriwal loksabha election 2024
Advertisment