Advertisment

HD Revanna: সন্দেশখালির ছায়া এবার কর্ণাটকেও, সিটের আধিকারিকদের যৌন কেলেঙ্কারির তদন্তে বাধা, হুলস্থূল!

মামলার তদন্তে বিশেষ তদন্তকারী দলের অফিসাররা যখন জেডি (এস) বিধায়ক এইচ ডি রেভান্নার বাসভবনে অভিযান চালায় তখন রেভান্নার সমর্থকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তদন্তকারী অফিসাররা। তাঁদের তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ উঠে রেভান্নার সমর্থকদের বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
revanna, prejwal revanna, priyanka gandhi, mallikarjun kharge, congress, prajwal ravanna, hd ravanna, sexual abuse case, sex scandal, jds, siddaramaiah, amit shah, modi, shivakumar, weather, traffic, indian express"

সন্দেশখালির ছায়া এবার কর্ণাটকেও, সিটের আধিকারিকদের তদন্তে বাধা, হুলস্থূল

শ’য়ে শ’য়ে মহিলাকে যৌন শোষণ! কর্ণাটকে যৌন নিপীড়ন মামলা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এদিন সকালেই গর্জে উঠেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে আজই এই মামলার তদন্তে বিশেষ তদন্তকারী দলের অফিসাররা যখন জেডি (এস) বিধায়ক এইচ ডি রেভান্নার বাসভবনে অভিযান চালায় তখন রেভান্নার সমর্থকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তদন্তকারী অফিসাররা।

Advertisment

তাঁদের তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ উঠে রেভান্নার সমর্থকদের বিরুদ্ধে। এর হেরে হোলেনরাসিপুরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। শনিবার এই মামলায় প্রজ্জ্বল রেভান্নার বাবা এইচ ডি রেভান্নার বিরুদ্ধে দ্বিতীয় লুকআউট নোটিশ জারি করেছে সিট। এদিকে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সম্ভবত জেডি(এস) সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ব্লু কর্নার নোটিশ জারি করবে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে এই তথ্য জানিয়েছেন সিটের আধিকারিকরা।

রেভান্নার অশ্লীল ভিডিও মামলা নিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি লিখেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি চিঠিতে লিখেছেন, "প্রজ্জ্বল রেভান্না শ'য়ে শ'য়ে মহিলাকে যৌন শোষণ করেছেন। তাঁর লালসার শিকার হওয়া সকল মহিলাকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের অনুরোধ জানাচ্ছি। এই জঘন্য অপরাধের জন্য দায়ী সকল দোষীকে বিচারের আওতায় আনা আমাদের সম্মিলিত দায়িত্ব। আমাদের মা-বোনদের ধর্ষণের জন্য কঠোরতম শাস্তি হওয়া দরকার"।

রাহুল গান্ধী তাঁর চিঠিতে আরও লিখেছেন, 'আমি এটা জেনে গভীরভাবে মর্মাহত বিজেপির সবচেয়ে ঊর্ধ্বতন নেতৃত্বের নজরে আনা সত্ত্বেও প্রধানমন্ত্রী গণধর্ষণকারীর পক্ষে প্রচার করেছেন।' কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে তাকে ভারত থেকে পালানোর সুযোগ করে দিয়েছে। আমি এর আগে এমন একজন প্রবীণ জনপ্রতিনিধি দেখিনি যিনি নারীদের প্রতি নির্যাতনে বারেবারে নীরব থেকেছেন। হরিয়ানার আমাদের কুস্তিগীর থেকে শুরু করে মণিপুরের আমাদের বোনেরা, ভারতীয় মহিলারা ধৈর্য্যশীল'।

এদিকে প্রজ্বল রেভানার বিরুদ্ধে নতুন করে অপহরণের-ধর্ষণের মামলা দায়ের হয়েছে। হাসানের বিদায়ী সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে মহিলাদের যৌন শোষণের অভিযোগ উঠেছে। ৩৩ বছর বয়সী সাংসদের এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকটি ভিডিও ক্লিপ সামনে আসার পরে, রাজ্য সরকার বিষয়টির তদন্তভার SIT কে দিয়েছে।

এদিকে এই ঘটনায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সম্ভবত জেডি(এস) সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে একটি ব্লু কর্নার নোটিশ জারি করতে পারে। শনিবার এই মামলায় রেভান্নার বাবা এইচ ডি রেভান্নার বিরুদ্ধে দ্বিতীয় লুকআউট নোটিশ জারি করেছে সিট।

কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী এইচডি রেভান্না এবং তাঁর ছেলে প্রজ্বল রেভান্নার ঝামেলা আরও বাড়ছে। ‘যৌন নির্যাতন’ মামলায় রেভান্নার বিরুদ্ধে ব্লু কর্নার নোটিশ জারি করতে পারে সিবিআই। তাঁর বিরুদ্ধে অপহরণের নতুন মামলা দায়ের করা হয়েছে। এক যুবকের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রেভান্নার বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করা হয়। এদিকে এরপরই এক মহিলার অভিযোগের ভিত্তিতে রেভান্নার বিরুদ্ধে দায়ের হয় ধর্ষণ মামলাও।

হাসান লোকসভা কেন্দ্র থেকে এনডিএ প্রার্থী ছিলেন রেভান্না। এই লোকসভা আসনের জন্য ভোট হয়েছিল ৬ এপ্রিল। কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী এইচডি রেভান্না এবং তাঁর ছেলে প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ইতিমধ্যেই হোলেনরাসিপুরা থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা বলেছেন যে বুধবার রাতে আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে।

bengaluru Sexual harassment
Advertisment