সুপ্রিম রায়ে বিরাট স্বস্তি! জামিন পেলেন কেজরিওয়াল। দিল্লি আফগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্ট আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে ১লা জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। ১ লা এপ্রিল থেকে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন আপ সুপ্রিমো। সুপ্রিম নির্দেশের পর এবার লোকসভা নির্বাচনে প্রচার চালাতে পারবেন দিল্লির মুখ্যমন্ত্রী। ২৫ মে দিল্লিতে ষষ্ঠ দফার ভোট। আজ আগে কেজরির মুক্তি নিঃসন্দেহেই আপের কাছে বড় স্বস্তি।
উল্লেখ্য, বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের বিরোধীতা করে সুপ্রিম কোর্টে হফলনামা দাখিল করে। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সুপ্রিম কোর্টকে বলেছে যে প্রচারের অধিকার মৌলিক বা সাংবিধানিক নয়।
সুপ্রিম কোর্টে দায়ের করা একটি নতুন হলফনামায়, ইডি বলেছে যে অরবিন্দ কেজরিওয়াল লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না এবং নির্বাচনী প্রচারের জন্য কোনও রাজনৈতিক নেতাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়নি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন প্রার্থীকে হেফাজতে থাকা অবস্থায় তার নিজের প্রচারের জন্যও অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয় না। তাহলে কোন যুক্তিকে কেজরিওয়ালের ক্ষেত্রে জামিনের কথা ভাবা হচ্ছে? দাখিল করা হলফনামায় ইডি বলেছে, রাজনীতিবিদরা একজন সাধারণ নাগরিকের চেয়ে বেশি কোনো বিশেষ মর্যাদা দাবি করতে পারেন না এবং তারা অপরাধ করলে অন্য নাগরিকের মতো তাদের গ্রেফতার ও আটক করা যেতে পারে।
কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনে খুশি মমতা-
কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এক্স-এ লিখেছেন, "কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ায় আমি খুশি। তাঁর জামিন নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অক্সিজেন দেবে"।
উল্লেখ্য, দিল্লির কথিত আবগারি নীতি মামলায় ২১শে মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। ইডি তার হলফনামা দাখিল করার পরে, আপ, একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, “দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিনের বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সুপ্রিম কোর্টে যে হলফনামা দাখিল করেছে তার তীব্র আপত্তি জানাচ্ছে দল"।
এর আগে, মঙ্গলবার (৭ ই মে) সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের শুনানি হলেও সেদিন আদালত তার রায় সংরক্ষণ করে। ২ রা জুন আত্মসমর্পণ করতে হবে কেজরিওয়ালকে। কেজরিওয়ালের নির্বাচনী প্রচারে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি আদালত। এতে স্পষ্ট কেজরিওয়াল লোকসভা নির্বাচনে বিরোধী জোটের হয়ে প্রচার চালাতে পারবেন।