Advertisment

SC On EC: সুপ্রিম রায়ে বড় স্বস্তি কমিশনের, বুথভিত্তিক তথ্য প্রকাশ্যে আনার আর্জি খারিজ

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এডিআরের আবেদনের শুনানি হয়, যেখানে নির্বাচন কমিশন বলেছে যে এই তথ্য প্রকাশ আইনিভাবে বাধ্যতামূলক নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
SC Lok Sabha Polls

পশ্চিমবঙ্গের একটি ভোটকেন্দ্রের বাইরে ভোটাররা সারিবদ্ধ। (এক্সপ্রেস ছবি)

ভোটের মাঝেই সুপ্রিম রায়ে বড় স্বস্তি। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-র দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের শুক্রবারের রায়ে স্বস্তি পেল কমিশন।

Advertisment

লোকসভা ভোট চলাকালীন কমিশন যেন তার ওয়েবসাইটে ভোটদানের হার সম্পর্কিত পরিসংখ্যান প্রকাশ করে এমনই দাবিতে কোর্টে আবেদন জানানো হয় অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-র তরফে। এদিন ওই এনজিও-র তরফে দায়ের করা সেই আর্জি এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

সারাদেশে ৫ দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং এখনও ২ দফায় ভোটগ্রহণ বাকি। নির্বাচন যতই শেষের দিকে যাচ্ছে ততই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এদিকে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ভোটের পরিসংখ্যান প্রকাশে বিলম্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছিল, যেখানে ফর্ম 17C-এর ডেটা প্রকাশের দাবি জানানো হয়েছিল।

এ বিষয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এডিআরের আবেদনের শুনানি হয়, যেখানে নির্বাচন কমিশন বলেছে যে এই তথ্য প্রকাশ আইনিভাবে বাধ্যতামূলক নয়। আদালত তার ওয়েবসাইটে লোকসভা নির্বাচনের সময় ভোটের শতাংশের পরিসংখ্যান আপলোড করার বিষয়ে কোনও নির্দেশ দিতে অস্বীকার করেছে। পিটিশন দায়েরের সময় নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

আদালত লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার ৪৮ ঘন্টার মধ্যে প্রতিটি ভোটকেন্দ্রে দেওয়া ভোটের ডেটা ওয়েবসাইটে তুলে ধরার দাবিতে একটি আবেদনের শুনানি করে। বুধবার আদালত এই বিষয়ে রায় সংরক্ষণ করে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এর তরফে এই আবেদনটি দায়ের করা হয়েছিল। নির্বাচন কমিশন আদালতকে বলেছে যে ওয়েবসাইটে ফর্ম 17C (প্রতিটি ভোট কেন্দ্রে দেওয়া ভোটের ডেটা) আপলোড করা উপযুক্ত হবে না।

বিচারপতি দীপঙ্কর দত্ত এবং এস.সি. শর্মার বেঞ্চে এই আবেদনের শুনানি হয়। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে বলেছে যে সমস্ত ভোটকেন্দ্রে রেকর্ড করা ভোটের তথ্য ওয়েবসাইটে আপলোড করলে নির্বাচনী প্রক্রিয়ায় বিশৃঙ্খলা তৈরি হবে।

সুপ্রিম কোর্ট আরও বলেছে, পাঁচ দফায় নির্বাচন হয়েছে। এখন প্রক্রিয়া পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনকে চাপ দেওয়া ঠিক হবে না। নির্বাচন কমিশনের আইনজীবী মনিন্দর সিং বলেছিলেন যে আবেদনকারী এডিআরের উদ্দেশ্য ভোটারদের বিভ্রান্ত করা। এডিআর-এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে, ২৬ এপ্রিল একটি আবেদন খারিজ করেছিল শীর্ষ আদালত। মামলায় আদালত ববলেছে, প্রার্থী বা তার এজেন্ট ছাড়া অন্য কোনও ব্যক্তিকে ফর্ম 17 C-এর তথ্য প্রদান করা যাবে না।

election commission
Advertisment