Advertisment

Attack on police convoy Manipur: মুখ্যমন্ত্রীর কনভয়ে জঙ্গি হানা, গুরুতর আহত এক নিরাপত্তাকর্মী

চরম উত্তেজনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Opp circulated naked women’s video to defame PM: Manipur CM Biren Singh

প্রতীকী ছবি

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর কনভয়ে বিরাট হামলা। সোমবার সন্দেহভাজন জঙ্গিরা কাংপোকপি জেলায় মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নিরাপত্তা কনভয়ে অতর্কিত হামলা চালায়। এই হামলায় এক জওয়ান আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে যে কনভয়টি হিংসাপ্রভাবিত জিরিবাম জেলার দিকে যাচ্ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালানো হয়েছিল, তারপরে নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দেয়।

Advertisment

আরও পড়ুন : < Suresh Gopi: বড় খবর! গতকালই শপথ নিয়েছেন, এখন কেন্দ্রীয় মন্ত্রীর পদ ছাড়বেন? কারণ জানালেন বিজেপি সাংসদ >

হামলার সময় অন্তত এক সেনা কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলেই খবর। প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, 'মুখ্যমন্ত্রী বীরেন সিং এখনও দিল্লি থেকে ইম্ফল পৌঁছাননি। শনিবার জিরিবামের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সন্দেহভাজন জঙ্গিরা জিরিবামে দুটি পুলিশ আউটপোস্ট, বন বিভাগের অফিস এবং অন্তত ৭০টি বাড়িতে আগুন জালিয়েছে।

সাতসকালেই মুখ্যমন্ত্রীর কনভয়ে ভয়ঙ্কর জঙ্গিহানা। সন্দেহভাজন কুকি জঙ্গিরা সোমবার সকালে জিরিবাম যাওয়ার পথে পুলিশ কনভয়ে অতর্কিত হামলা চালায়। ঘটনার জেরে এক পুলিশ কর্মী আহত হয়েছেন। মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংয়ের পরিকল্পিত জেলা সফরের আগে আগেই এই ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : < Terror attack on pilgrims: বারবার কেন টার্গেট তীর্থযাত্রীরা? বিশেষ কোন বার্তা জঙ্গিদের? চাপে রাখতে চাইছে মোদী সরকারকে? >

জানা গিয়েছে আহত পুলিশকর্মীর নাম মোইরাংথেম আজেশ (৩২)। তার ডান কাঁধে গুলি লেগেছে এবং তাকে ইম্ফলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বছরের ৩ মে থেকে মণিপুরের চলছে জাতিগত সংঘাত। উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকে শ'য়ে শ'য়ে মানুষ অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একটি বড় দল মোতায়েন করা হয়েছে।

Manipur Manipur Violence
Advertisment