একুশের ভোটে বাংলার ব্যাটল গ্রাউন্ড নন্দীগ্রাম। সম্মুখ সমরে মমতা-শুভেন্দু। বুধবার হলদিয়ার এসডিও অফিসে মনোনয়ন জমা দিয়েছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ও পরে নন্দীগ্রামের একাধিক মন্দিরে পুজো দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। একই পথের পথিক হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মনোনয়ন পেশের আগে এদিন নন্দীগ্রামের একের পর এক মন্দিরে পুজো-যজ্ঞ করেন শুভেন্দু। তারপর রোড শো করে পৌঁছান হলদিয়ার মহকুমা শাসকের দফতরে। সেখানে মনোনয়ন পেশ করেন তিনি। এর আগে নন্দীগ্রামের সভায় হুঙ্কারের সুরে শুভেন্দু বলেন, 'নন্দীগ্রাম থেকে বিজেপিই জিতবে।'
Advertisment
শুক্রবার সকালে নন্দীগ্রামে সভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভায় তিনি বলেন, 'দ্বিতীয় কে জিতবে তা জানি না, শুধু বলতে পারি নন্দীগ্রাম থেকে আমরাই জিতব। জেলার ১৬টা আসনেই বিজেপি প্রার্থীরা জয় পাবেন। বাংলাতেও পদ্ম পাপড়ি মেলবে।' এদিনের সভায় তাঁর প্রাক্তন দল তৃণমূলকে 'পিসি-ভাইপো'র কোম্পানি' বলে তোপ দাগেন কাঁথির অধিকারী পরিবারের মেজ ছেলে। তৃণমলে 'একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট' মমতাকে কটাক্ষ করেন তিনি। বেকারত্বের মুক্তির প্রসঙ্গ তুলে সরকারি কাজে তৃণমূল প্রশাসনের চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগের বিরুদ্ধেও মুখ খোলেন শুভেন্দু। নন্দীগ্রামের ঘরছাড়াদের ঘরে ফেরানোর।
এর আগে ব্রিগেডে বাংলায় 'আসল পরিবর্তনে'র ডাক দেন প্রধানমন্ত্রী মোদী। ব্যাখ্যা দিয়ে বলেছিলেন কী সেই 'আসল পরিবর্তন'। এদিন নন্দীগ্রামের সভায় সেই বাংলায় 'আসল পরিবর্তনে'র কথা শোনা গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মুখেও। বললেন ডবল ইঞ্জিন সরকার হলেই বাংলায় একমাত্র উন্নতি সম্ভব।
প্রচারে বাঙালি আবেগকে উস্কে বিজেপিকে 'বহিরাগত' বলে দেগে দিতে মরিয়া তৃণমূল। পাল্টা নন্দীগ্রামেও 'ভূমিপুত্র' ইস্যুকে বড় করে তুলে ধরছে গেরুয়া বাহিনী। মমতাকে 'বহিরাগত' বলে শুভেন্দুর তোপ 'মাঠ চেনা, প্লেয়ার পুরনো। আমি নন্দীগ্রামের ভোটার। আমরাই এবার জিতব। নন্দীগ্রাম থেকেই বাংলায় ফের বদল আসবে।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন