ভাঙা পায়েই হুইলচেয়ারে বসে প্রচারকে যখন প্রচারে পুঁজি করছেন মমতা ঠিক তখনই তাঁর অসুস্থতাকে চ্যালেঞ্জ করছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে এক জনসভায় এই নিয়ে মমতাকে চরম আক্রমণ করেন শুভেন্দু। তাঁর সাফ কথা, 'একজন মুখ্যমন্ত্রী মানুষের জন্য কী করেছেন তা বলবেন, উনি পা দেখাচ্ছেন। ঠ্যাং দেখিয়ে ঘুরছেন। পশ্চিমবঙ্গের সমস্ত প্রার্থী হাত জোড় করে ঘুরছে, আর একজন প্রার্থী লাথি দেখিয়ে ঘুরছে। এটাতো আপনাদের অপমান।'
এমনকী মুখ্যমন্ত্রীর অভিযোগ 'ভুয়ো'বলেও দাবি করেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। শুভেন্দগু বলেছেন, 'বলছে, সিপিএম আমার মাথা ফাটিয়েছিল। বিজেপি আমার পা ভেঙে দিয়েছে। আমি তো বলছি, ইলেকশন কমিশনের উচিত এইমস থেকে একটা মেডিক্যাল বোর্ড পাঠানো। সব বেরিয়ে আসবে। এসব নাটকবাজি লোকে ধরে ফেলেছে। এটা যদি ১১ সালের আগে করতেন চিঁড়া ভিজত। এখন আর ভিজবে না'
গত ১০ মার্চ নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে কলকাতার SSKM হাসপাতালে ২ দিন ভর্তি থাকতে হয় মুখ্যমন্ত্রীকে।তাঁর বাঁ পায়ের গোড়ালির হাড়ে চিড় ধরেছে। আগাত লাগার পরই নন্দীগ্রামেই মমতা 'চক্রান্তে'র অভিযোগ তুলেছিলেন। স্পষ্টতই মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল বিজেপি।
মমতার অভিযোগ ঘিরে রাজ্য রাজ্যনীতি তোলপাড় হয়। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় নিয়ে কমিশনের ভূমিকা নমিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। যদিও কমিশন তাদের দিকে তোলা অভিযোগ নস্যাৎ করেছে। এমনকী মুখ্যমন্ত্রী পায়ে আঘাত লাগার বিষয়টিকেও নিছকই দুর্ঘটনা বলে শাসক দলের চক্রান্তের অভিযোগ উড়িয়েছে কমিশন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন