Advertisment

'বাংলায় পরিবর্তনের পথ নন্দীগ্রাম, শুভেন্দুই জিতছেন', প্রত্যয়ী শাহ

ভোটের আগে মঙ্গলবার শেষবেলার প্রচারে সরগরম নন্দীগ্রাম। এদিন প্রার্থী শুভেন্দুকে নিয়ে নন্দীগ্রামের ভেটুরিয়া থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত রোড শো করেন অমিত শাহ।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal ELection 2021, Singur, Howrah, Amit Shah, Road Show, Nano

রোড শো অমিত শাহর। এক্সপ্রেস ফাইল ছবি

মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী দ্বৈরথ ঘিরে টানটান উত্তেজনা। তার মধ্যেই ভোটের আগে মঙ্গলবার শেষবেলার প্রচারে সরগরম নন্দীগ্রাম। এদিন প্রার্থী শুভেন্দুকে নিয়ে নন্দীগ্রামে ভেটুরিয়া থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত প্রায় আড়াই কিমি রোড শো করেন অমিত শাহ। প্রচন্ড গরমে মাঝপথে গাড়ি থামিয়ে শশা খান তিনি। এই রোড শোয়ে ভিড় ছিলে চোখে পড়ার মতো। যা দেখে আপ্লুত বিজেপির 'চাণক্য'। রোড শো শেষে বলেই ফেললেন, 'এই ভিড়ই প্রমাণ করছে এবারের ভোটে নন্দীগ্রামে শুভেন্দু জিতছেন বড় ব্যাবধানে।' একই সঙ্গে তিনি বলেন, 'পরিবর্তনের একটাই রাস্তা, নন্দীগ্রামে মমতা দিদিকে হারাতে হবে। তাহলেই গোটা রাজ্যে পরিবর্তন আসবে।' এছাড়াও রেয়াপাড়ার কাছে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ তুলে ধরে বাংলায় নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisment

রেয়াপাড়ডায় কী বলেছেন অমিত শাহ?

  • 'রোড শোয়ে এই অভূতপূর্ব সাড়াই প্রমাণ করছে নন্দীগ্রামে এবার বড় ব্যবধানে জিতবেন শুভেন্দু।'
  • 'আমি নন্দীগ্রামের জনতাকে বলছি। শুধু শুভেন্দুকে শুধু জিতালেই হবে না। সেই সঙ্গে খুব বড় মার্জিনেও জেতাতে হবে।'
  • 'মা, মাটি, মানুষের কথা বলে যে প্রতরণা করা হয়েছে তা যাতে আর কেই করতে না পারে তার জন্যই বিরাট ব্যবধানে নন্দীগ্রামে শুভেন্দুর জেতা দরকার।'
  • 'পরিবর্তনের একটাই রাস্তা- নন্দীগ্রামে মমতা দিদিকে হারাতে হবে। তাহলেই গোটা রাজ্যে পরিবর্তন আসবে।'
  • 'মমতা নন্দীগ্রামের যেখানে থাকেন তার ৫ কিমির মধ্যে এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে।বিজেপি করার অপরাধে আমাদের যে কর্মীর মাকে মারা হয়েছিল তিনি প্রাণ হারিয়েছেন। স্পষ্ট হচ্ছে বাংলার মহিলাদের সুরক্ষার কী হাল।'
  • 'বাংলা অনুপ্রবেশ চায় না। সিএএ চায়। বিকাশ, উদ্যোগ আসুক এটাই চায়।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

nandigram West Bengal Election 2021 Bengal Poll 2021 Suvendu Adhikari amit shah bjp West Bengal Assembly Election 2021
Advertisment